জার্মান মুসলিম কমিউনিটির মিলনমেলা
হাবিবুল্লাহ আল বাহার, জার্মানি থেকে
০৭ আগস্ট ২০২২, ০১:২৬:৩৭ | অনলাইন সংস্করণ
জার্মান মুসলিম কমিউনিটির উদ্যোগে জার্মানির ফ্রাঙ্কফুর্টে প্রবাসী বাংলাদেশিদের এক মিলনমেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ফ্রাঙ্কফুর্টের একটি পার্কে অনুষ্ঠিত এ মিলনমেলায় বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল শিশু-কিশোরদের কুরআন তেলাওয়াত ও ইসলামী গান এবং দেশাত্মবোধক গান প্রতিযোগিতা। এছাড়াও বড়দের জন্য বেলুন খেলা, চকলেট খেলা, হাড়ি ভাঙ্গাসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন ছিল অনুষ্ঠানে। অনুষ্ঠানের শেষদিকে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সংগঠন এবং কমিউনিটির নেতারা।
জার্মান মুসলিম কমিউনিটির সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে এবং খালেদ মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্ঠা আবু বকর সিদ্দিক, শহীদ উল্লাহ, নুরুল ইসলামসহ অনেকে। এছাড়াও অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্হিত ছিলেন।
প্রবাসে বেড়ে উঠা নতুন প্রজন্মের মাঝে সুন্দর এবং সুস্থধারার বাংলা সংস্কৃতির বিস্তার এবং সবাই মিলে ঐক্যবদ্ধ থেকে একটি সুন্দর কমিউনিটি গঠনের লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করেছেন বলে জানিয়েছেন আয়োজকরা।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
জার্মান মুসলিম কমিউনিটির মিলনমেলা
জার্মান মুসলিম কমিউনিটির উদ্যোগে জার্মানির ফ্রাঙ্কফুর্টে প্রবাসী বাংলাদেশিদের এক মিলনমেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ফ্রাঙ্কফুর্টের একটি পার্কে অনুষ্ঠিত এ মিলনমেলায় বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল শিশু-কিশোরদের কুরআন তেলাওয়াত ও ইসলামী গান এবং দেশাত্মবোধক গান প্রতিযোগিতা। এছাড়াও বড়দের জন্য বেলুন খেলা, চকলেট খেলা, হাড়ি ভাঙ্গাসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন ছিল অনুষ্ঠানে। অনুষ্ঠানের শেষদিকে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সংগঠন এবং কমিউনিটির নেতারা।
জার্মান মুসলিম কমিউনিটির সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে এবং খালেদ মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্ঠা আবু বকর সিদ্দিক, শহীদ উল্লাহ, নুরুল ইসলামসহ অনেকে। এছাড়াও অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্হিত ছিলেন।
প্রবাসে বেড়ে উঠা নতুন প্রজন্মের মাঝে সুন্দর এবং সুস্থধারার বাংলা সংস্কৃতির বিস্তার এবং সবাই মিলে ঐক্যবদ্ধ থেকে একটি সুন্দর কমিউনিটি গঠনের লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করেছেন বলে জানিয়েছেন আয়োজকরা।