Logo
Logo
×

পরবাস

বিশ্বাস

Icon

রহমান মৃধা, সুইডেন থেকে

প্রকাশ: ০৯ আগস্ট ২০২২, ০৯:৫০ পিএম

বিশ্বাস

সব কিছু দিয়ে তুমি পাঠিয়েছ ভুবনে
তারপরও আহাকার ব্যাথা ভরা জীবনে।
মাঝে মাঝে শয়তান করে কিছু গুণগান
পঙ্কিলতায় পড়ে হারাই নিজের সম্মান।
ভুলে যাই ক্ষণিকের তরে
ডুবে যাই পাপের সাগরে।

ডাকি আমি তোমাকে তখনও প্রাণভরে।
হৃদয়ের মাঝে তুমি আছ বহুদূরে
ক্ষমা তুমি করিবে শত ভুল করিলে
ভাবনাতে আসে যখন এমন চিন্তা
মুহূর্তে ফিরে আসি নিজের কাছে
দেখি তুমি রয়েছো মনের মাঝে।
লবণাক্ত পানি দিয়ে রেখেছো সাগর ভরে
করি না সে পানি আমরা কেহ পান।

আকাশ হতে পানি পড়িতেছে দিবারাতি
সবাই করিতেছি পান সেই বৃষ্টির পানি।
না চাইতে সব কিছু দিতেছো তুমি
তারপরও অধম অকৃতজ্ঞ বান্দা আমি।

একই ভুল কেন করি বুঝিতে নাহি পারি,
এ কথা বললে ঠিক হবে না,
ক্ষমা চাই বারবার তোমার কাছে।

স্বভাব হয়েছে খারাপ সময়ের সাথে
পথভ্রষ্ট হয়ে আমি পড়েছি যখন
লোভ লালসা মোরে চলেছে গ্রাস করে
কী করিব কোথায় যাব ভাবছি যখন
রহমত আসিল ঠিক জীবনে তখন
বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর
ভালো লাগছে এ জীবন সে কী সুমধুর।
বেঁচে থাকার আশ্বাস দিয়েছ মোরে
তাই তো বিশ্বাস করেছি তোমারে
শয়নে স্বপনে আমি ডাকি তোমারে
ভয় নয় ভালোবাসি তোমাকে আমি
হৃদয় জুড়ে তাই রয়েছো তুমি।
 

বিশ্বাস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম