Logo
Logo
×

পরবাস

হাঙ্গেরি প্রবেশের সময় ১৮ বাংলাদেশিসহ আটক ৫০

Icon

মতিউর রহমান মুন্না, গ্রিস থেকে

প্রকাশ: ১১ আগস্ট ২০২২, ১০:৩৫ পিএম

হাঙ্গেরি প্রবেশের সময় ১৮ বাংলাদেশিসহ আটক ৫০

রোমানিয়া থেকে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে হাঙ্গেরি প্রবেশের সময় ১৮ জন বাংলাদেশিসহ ৫০ জন দক্ষিণ এশীয় নাগরিককে আটক করেছে রোমানিয়া সীমান্ত পুলিশ। 

সোমবার রাতে দেশটির পেটেয়া সীমান্তে একটি ট্রাক থেকে তাদেরকে আটক করা হয়েছে। ৫০ জনের মাঝে ১৮জন বাংলাদেশি, ১০ পাকিস্তানি ও ২২ জন ভারতের নাগরিক।

সীমান্ত পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অবৈধ ও অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে গত ৮ই আগস্ট বিশেষ অভিযানে একটি ট্রাক আটক করা হয়েছে। গাড়িতে থাকা কাগজপত্র অনুযায়ী, এটি বিভিন্ন বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে ব্যবহৃত হওয়ার কথা ছিল।

অভিযান চলাকালে হাঙ্গেরি সীমান্তবর্তী পেটিয়া বর্ডার চেকপয়েন্টে পণ্য বোঝাই একটি ট্রাকটি আটক করে তল্লাসি করার সময় পণ্যের নিচে লুকিয়ে থাকা ৫০ জন নাগরিককে আটক করা হয়। 

পাশাপাশি রোমানীয়ার এক গাড়ির চালক এবং তার সহযোগীকে মানবপাচার আইনে আটক করা হয়েছে। 

পুলিশের সূত্র অনুসারে- দক্ষিণ এশীয় এই ৫০ জন নাগরিক বিভিন্ন ভাবে রোমানিয়া গিয়েছেন। তাদের পরিকল্পনা ছিল অস্ট্রিয়া যাওয়ার। সেই পরিকল্পনা অনুযায়ী অবৈধভাবে রোমানিয়া থেকে হাঙ্গেরি সীমান্ত অতিক্রম করার চেষ্টা করেছিলেন।

বিভিন্ন গণমাধ্যম বলছে, আটককৃত অনিয়মিত অভিবাসীরা ২২ থেকে ৫৮ বছর বয়সি। তাদের মধ্যে সাতজন রোমানিয়াতে আশ্রয়প্রার্থী এবং বাকি ৩১ জন দেশটিতে বৈধ ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে গিয়েছেন। 

উল্লেখ্য, এর আগেও গত ৩ আগষ্ট সীমান্ত পাড়ি দেয়ার সময় ৩ বাংলাদেশিকে আটক করে আইনি প্রক্রিয়া শেষে দেশে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া তাদরেকে আগামী ৫ বছরের জন্য দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
 

হাঙ্গেরি আটক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম