সর্ব ইউরোপিয়ান সমন্বয় কমিটি ও ইতালি আ.লীগের মতবিনিময়
শেখ হাসিনার বিশেষ সহকারী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড. আব্দুস সোবাহান গোলাপকে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ সমন্নয় কমিটি এবং ইতালি আওয়ামী লীগের নেতাকর্মীরা সংবর্ধনা দেন। ১৭ সেপ্টেম্বর শনিবার সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগ সমন্বয়ের আয়োজনে লন্ডনের একটি হলে এ সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সর্ব ইউরোপ আওয়ামী লীগের কো-অর্ডিনেটর বজলুর রশিদ বুলু, সিনিয়র সহ-সভাপতি কেএম লোকমান হোসেন, সদস্য সচিব সমন্বয়ক কমিটি মোহাম্মদ আলী লিংকন মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগ ২৮ নভেম্বর সম্মেলনে নির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমএ রব মিন্টু প্রমুখ।
এছাড়াও সভায় জার্মান, ফ্রান্স, সুইডেন, স্পেন, ডেনমার্ক, ইউকে, পর্তুগালসহ ইউরোপের বিভিন্ন দেশের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বিপুলসংখ্যক আওয়ামী লীগ নেতাকর্মী সংগঠনের বর্তমান কমিটির কার্যক্রম ও পূর্ববর্তী কমিটিসহ ইউরোপে অনিয়মের চিত্র তুলে ধরেন।
এ সময় ড. গোলাপ বলেন, প্রধানমন্ত্রী গত ২৮ নভেম্বর ইতালি আওয়ামী লীগের সম্মেলন সম্পর্কে জানেন। পাশাপাশি কেন্দ্রীয় আওয়ামী লীগ বিষয়টি অবগত আছে। তিনি বলেন, এ ব্যাপারে প্রধানমন্ত্রীর বিশেষ দিকনির্দেশনা আসছে।
সংবর্ধনা অনুষ্ঠানে স্পেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি শাকিল খান পান্না, সাবেক সভাপতি আতাউর রহমান আতা, পর্তুগাল আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মহসিন ভূইয়া, জার্মান আওয়ামী লীগ নেতা হাফিজ আলম, মিজানুর রহমান, নজরুল ইসলাম খালেদ, সুইডেন যুবলীগের সভাপতি মিজানুর রহমান, আয়ারল্যান্ড আওয়ামী লীগের রফিক আলম, ফিরোজ খান, ফ্রান্স আওয়ামী লীগের আশরাফ, ইতালি আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আব্দুস সাত্তার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আতিয়ার রসুল কিটন, ফখরুল আলম, রোম মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি স্বপন হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন।
সর্ব ইউরোপিয়ান সমন্বয় কমিটি ও ইতালি আ.লীগের মতবিনিময়
জমির হোসেন, ইতালি থেকে
২৩ সেপ্টেম্বর ২০২২, ০২:৪৮:০৫ | অনলাইন সংস্করণ
শেখ হাসিনার বিশেষ সহকারী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড. আব্দুস সোবাহান গোলাপকে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ সমন্নয় কমিটি এবং ইতালি আওয়ামী লীগের নেতাকর্মীরা সংবর্ধনা দেন। ১৭ সেপ্টেম্বর শনিবার সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগ সমন্বয়ের আয়োজনে লন্ডনের একটি হলে এ সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সর্ব ইউরোপ আওয়ামী লীগের কো-অর্ডিনেটর বজলুর রশিদ বুলু, সিনিয়র সহ-সভাপতি কেএম লোকমান হোসেন, সদস্য সচিব সমন্বয়ক কমিটি মোহাম্মদ আলী লিংকন মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগ ২৮ নভেম্বর সম্মেলনে নির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমএ রব মিন্টু প্রমুখ।
এছাড়াও সভায় জার্মান, ফ্রান্স, সুইডেন, স্পেন, ডেনমার্ক, ইউকে, পর্তুগালসহ ইউরোপের বিভিন্ন দেশের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বিপুলসংখ্যক আওয়ামী লীগ নেতাকর্মী সংগঠনের বর্তমান কমিটির কার্যক্রম ও পূর্ববর্তী কমিটিসহ ইউরোপে অনিয়মের চিত্র তুলে ধরেন।
এ সময় ড. গোলাপ বলেন, প্রধানমন্ত্রী গত ২৮ নভেম্বর ইতালি আওয়ামী লীগের সম্মেলন সম্পর্কে জানেন। পাশাপাশি কেন্দ্রীয় আওয়ামী লীগ বিষয়টি অবগত আছে। তিনি বলেন, এ ব্যাপারে প্রধানমন্ত্রীর বিশেষ দিকনির্দেশনা আসছে।
সংবর্ধনা অনুষ্ঠানে স্পেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি শাকিল খান পান্না, সাবেক সভাপতি আতাউর রহমান আতা, পর্তুগাল আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মহসিন ভূইয়া, জার্মান আওয়ামী লীগ নেতা হাফিজ আলম, মিজানুর রহমান, নজরুল ইসলাম খালেদ, সুইডেন যুবলীগের সভাপতি মিজানুর রহমান, আয়ারল্যান্ড আওয়ামী লীগের রফিক আলম, ফিরোজ খান, ফ্রান্স আওয়ামী লীগের আশরাফ, ইতালি আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আব্দুস সাত্তার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আতিয়ার রসুল কিটন, ফখরুল আলম, রোম মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি স্বপন হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023