Logo
Logo
×

পরবাস

ফ্যাকাসে রংধনু

Icon

সহিদুল আলম স্বপন, জেনেভা (সুইজারল্যান্ড) থেকে

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২২, ১১:১৫ পিএম

ফ্যাকাসে রংধনু

ভালোবাসার রংধনুটা ইদানীং ফ্যাকাসে দেখায়,
যোজন দূরে নীল আকাশের মিল্কিওয়ে ধরে ধরে হাঁটা
টালমাটাল ভাবনারা পথ হারিয়ে খোঁজে
বিশ্বাসী গ্যালাক্সির সীমারেখা।

আমি কড়া নাড়ি আমার কারাগারের ভেঁজা দেয়ালে
ভালোবাসা দুঃখবোধের দিগন্ত ছুঁয়ে,
আত্মায় বেদনার ঝড় উঠে,
ঠোঁটে এক জ্বলন্ত বাসনা নিয়ে নিঃসঙ্গতার বাতাসে।

চাঁদহীন অন্ধকার রাতে মেঘমুক্ত আকাশ,
আমার শহর ঢেকে আছে ধুলোবালির পুরু স্তরে
সুর গঙ্গায় বিচ্ছেদ, দেবী জুনোর কোলে
শিশু হারকিউলিক্স হতে চায় মন।

রাত্রির গ্রহণ-আলো থেমে গেছে সুনসান স্থিরতায়
ফিসফাস মিলিয়ে গেছে অনেক দূরে
দূরাগত প্রতিধ্বনির ভিতরে কোনো বাণী,
কোনো উপাদান, গল্প আগুয়ান জীবনের এক অধ্যায়।

আরেকটা বৃষ্টিস্নাত সকাল, রোদ কিংবা মেঘের লুকোচুরি
রং হারিয়ে কাঁদে রংধনু ব্যাথায় নীলাকাশে
মন যমুনার পালতরীতে হ্যাঁচকা টান,
সম্বিত ফিরে পেয়ে আহত ভালোবাসা
খোঁজে বেড়ায় বিশ্বাসী স্রোতের নিশানা।

তাজমহলের গায়ে হেলান দিয়ে
দাঁড়িয়ে থাকা পঙ্গু ভালোবাসা,
মমতাজের আহাজারি বয় যমুনার স্রোতস্বিনী ধারায়
শাহজাহানের বিশ্বাসঘাতকতায়।

ফ্যাকাসে রংধনু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম