Logo
Logo
×

পরবাস

মালদ্বীপে ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু

Icon

মোহাম্মদ মাহামুদুল, মালদ্বীপ থেকে

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২২, ০৯:৪৬ পিএম

মালদ্বীপে ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু

মালদ্বীপে নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। তার নাম মো. শরিফ উদ্দিন (২৬)। 

শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শরিফ উদ্দিন কিশোরগঞ্জের মধ্যম পাটধা গ্রামের মো. রমিজ উদ্দিনের ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল ৪টায় পাঁচতলায় কাজ করার সময় ছাদ মনে করে ফলস সিলিংয়ে পা রাখা মাত্রই তা ভেঙে নিচে পড়ে যান শরিফ উদ্দিন। স্থানীয়রা তাকে উদ্ধার করে আইজিএমএইচ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।

বর্তমানে নিহতের মরদেহ মালদ্বীপের রাজধানী মালে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। লাশ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম