Logo
Logo
×

পরবাস

পর্তুগালে যাওয়ার ১ মাসের মধ্যেই প্রাণ গেল বাংলাদেশি যুবকের

Icon

ফরিদ আহমেদ পাটোয়ারী, পর্তুগাল থেকে 

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২২, ০৩:৩৫ এএম

পর্তুগালে যাওয়ার ১ মাসের মধ্যেই প্রাণ গেল বাংলাদেশি যুবকের

পর্তুগালে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ আবু কায়েস (৩৮)। তিনি পর্তুগালের কভিলা শহরে বসবাস করতেন। গত এক মাস আগে তিনি পর্তুগাল গিয়েছিলেন। 

শুক্রবার রাতে রাস্তার পাশ দিয়ে পায়ে হেঁটে কর্মস্থল থেকে ফেরার পথে পিছন থেকে একটি পিকআপ ভ্যানের ধাক্কায় দুর্ঘটনার শিকার হন তিনি। 

ঘটনাস্থলে অতি দ্রুত সময়ের মধ্যে জরুরি সেবা বিভাগের পুলিশ, ফায়ার সার্ভিস এবং অ্যাম্বুলেন্স-ডাক্তার হাজির হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। 

মোহাম্মদ আবু কায়েস চলতি বছরের গত ১০ নভেম্বর কৃষি ভিসায় পর্তুগাল আসেন। তার বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায়। পরিবারে তার স্ত্রী এবং তিন কন্যা সন্তান রয়েছে।

তার মৃত্যুতে পুরো পর্তুগাল বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। কমিউনিটির পক্ষ থেকে তার লাশ কিভাবে দেশে পাঠানো যায় সে বিষয়ে আলোচনা চলছে।

দুর্ঘটনা নিহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম