মালদ্বীপে এসি লাগাতে গিয়ে গুরুতর আহত বাংলাদেশি
মোহাম্মদ মাহামুদুল, মালদ্বীপ থেকে
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৩, ০৩:২২ এএম
|
ফলো করুন |
|
|---|---|
মালদ্বীপের রাজধানী মালে শহরে নির্মাণাধীন ভবনের সপ্তম তলা থেকে পড়ে এক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। গত শনিবার বিকালে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাশেদ কনস্ট্রাকশন কোম্পানির (আরসিসি) ইউনিফর্ম পরা ওই কর্মী এসি লাগাতে গিয়ে পড়ে যান। এতে গুরুতর আহত হন তিনি।
মালদ্বীপ পুলিশ জানিয়েছে, শনিবার ভবন থেকে একজন ব্যক্তির পড়ে যাওয়ার খবর পায় তারা। আহত ব্যক্তি (২৫) একজন বাংলাদেশি নাগরিক।
হাসপাতালের একজন মিডিয়া অফিসার জানিয়েছেন, আহত ব্যক্তি বর্তমানে রাষ্ট্র পরিচালিত ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন। তবে ওই ব্যক্তির শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি এই অফিসার।
এর আগে, মালদ্বীপে নির্মাণাধীন রাশেদ কনস্ট্রাকশন কোম্পানির এক কর্মীর (আরসিসি) গত সেপ্টেম্বরে উপর থেকে রড পড়ে কপালে ঢুকে গিয়ে গুরুতর আহত হন। রডটি পরে সফলভাবে অস্ত্রোপচার করা হয় রাজধানীর এডিকা হাসপাতালে। আরসিসি কোম্পানির গাফিলতিতে কাজের শ্রমিক আহত হওয়ার ঘটনা প্রায়ই ঘটছে বলে কর্মরত শ্রমিকরা জানান।
