Logo
Logo
×

পরবাস

আমিরাতে রাঙ্গুনিয়া সমিতির উদ্যোগে গণসংবর্ধনা

Icon

ওবায়দুল হক মানিক, আমিরাত‌ থেকে

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:১৪ এএম

আমিরাতে রাঙ্গুনিয়া সমিতির উদ্যোগে গণসংবর্ধনা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী রাঙ্গুনিয়া সমিতির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এক গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ২৪ জানুয়ারি দুবাইয়ের আল নাখিল এরিয়ায় আফ্রিকানা হোটেলের বলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। 

এতে দুবাই, আবুধাবি, শারজা, আজমান, রাসুল আল খাইমা, ফুজিরাসহ প্রতিটি প্রদেশ থেকে প্রায় দুই শতাধিক রাঙ্গুনিয়া প্রবাসী উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলানা ফজলুল কবির চৌধুরী। যৌথ সঞ্চালনায় ছিলেন আবু চৌধুরী ও মোহাম্মদ ফয়েজ। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সহ-সভাপতি ও ইউএই আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আইয়ুব আলী বাবুল। 

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইউনুচ ও রাঙ্গুনিয়া আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. নাসের উদ্দিন রিয়াজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএই আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম, রাঙ্গুনিয়া প্রবাসী সমিতির সহ-সভাপতি ও নাখিল এরিয়ার গাউসিয়া কমিটির সভাপতি মো. উসমান গণি। 

এতে আরও উপস্থিত ছিলেন- রফিকুল ইসলাম শিমুল, মো. মিজান, মো. নাসিম উদ্দিন আকাশ, মো. আবু বক্কর সিদ্দিক, মো. তৌহিদ, মো. জামাল উদ্দিন জীবন, মো. রহমত উল্লাহ, মো. পারভেজ, মো. তারেক, মো. মোজাম্মেল, মো. আশরাফুল হাসান রকি, মো. আরিফ, মো. আজগর, মো. ইলিয়াস, মো. মাসুম, মো. আকতার হোসেন, মো. ইমরান প্রমুখ।
 

আমিরাত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম