Logo
Logo
×

পরবাস

প্রবাসে জনপ্রিয়তায় যুগান্তর

Icon

ওবায়দুল হক মানিক, আমিরাত থেকে

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৫৬ এএম

প্রবাসে জনপ্রিয়তায় যুগান্তর

১ ফেব্রুয়ারি প্রিয় দৈনিক যুগান্তর দুই যুগে পদার্পণ করল। দেশে প্রবাসে সবাই বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে আমরা অত্যন্ত আনন্দিত। অনেক বছর ধরে যুগান্তরের সঙ্গে কাজ করছি। সেরা গণমাধ্যমের সম্মাননা অর্জন ও সর্বাধিক প্রচারিত একমাত্র শীর্ষস্থানীয় জাতীয় পত্রিকা যুগান্তর। পত্রিকাটি অনেক পথ পাড়ি দিয়ে আজ এ অবস্থানে এসে দাঁড়িয়েছে।

দৈনিক যুগান্তরে ‘পরবাস’ নামে একটা বিভাগ রয়েছে। প্রবাসে বাংলাদেশি সাংবাদিক, লেখক, কলামিস্ট পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ইচ্ছা করলে এই বিভাগে লিখতে পারেন। প্রবাসীরা তাদের হাসি, সুখ, দুঃখ সব ধরনের লেখা লিখতে পারেন এখানে। 

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি নিযুক্ত রাষ্ট্রদূত ও কনসাল জেনারেল থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত যুগান্তরের পরবাস বিভাগ পড়ে থাকেন এবং ফেসবুকে শেয়ার করেন। 

আরব আমিরাত প্রবাসীদের পক্ষ থেকে একটাই চাওয়া- যুগান্তর যেভাবে প্রবাসীদের খবর তুলে ধরে তা যেন অব্যাহত থাকে। যুগান্তরের সফলতা কামনা করি।

প্রবাস জনপ্রিয় যুগান্তর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম