Logo
Logo
×

পরবাস

ইতালিতে বরিশাল বিভাগ সমিতির নির্বাচন কমিশনের মতবিনিময়

Icon

জমির হোসেন, ইতালি থেকে

প্রকাশ: ১০ মার্চ ২০২৩, ০২:০০ পিএম

ইতালিতে বরিশাল বিভাগ সমিতির নির্বাচন কমিশনের মতবিনিময়

বরিশাল বিভাগ সমিতি ইতালির নির্বাচন কমিশনের দ্বিতীয় মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।  

৮ মার্চ রাজধানী রোমের পিয়াচ্ছা ভিত্তোরিওর একটি হলরুমে এ সভার আয়োজন করা হয়।

নির্বাচন সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনার পর সভা মুলতবি করা হয় এবং আগামী ১৪ মার্চ দুপুর দেড়টায় রসই রেস্টুরেন্টে পরবর্তী মতবিনিময়সভা আহ্বান করা হয়েছে।

সভায় সর্বসম্মতিক্রমে খুব শিগগির বরিশাল বিভাগ সমিতি ইতালির নির্বাচনের তারিখ ও নির্বাচনি তফসিল ঘোষণা করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এ ছাড়া আলোচনায় বলা হয়, নির্বাচন কমিশনের যেসব সদস্য পরবর্তী সভায় অনুপস্থিত থাকবেন অথবা পর পর তিনটি সভায় অনুপস্থিত থাকলে, তাদের পদ শূন্য বিবেচনা করে ওই পদে নতুন সদস্য নিয়োগ দেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিব এমএ রব মিন্টু, কমিশন সচিব হেলাল উদ্দিন, অ্যাডভোকেট আনিচুজ্জামান, নাসির উদ্দিন খান, খান রিপন, রিয়াজ হোসেন প্রমুখ।

 

ইতালি.

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম