আজ পর্তুগালের স্বাধীনতা দিবস
ফরিদ আহমেদ পাটোয়ারী, পর্তুগাল থেকে
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৩, ০৯:৪১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
পর্তুগালে স্বাধীনতা দিবস প্রতি বছরের ২৫শে এপ্রিল পালিত হয়। ১৯৭৪ সালে এই দিনে স্বৈরশাসকের বিরুদ্ধে একটি বিপ্লব সংঘটিত হয়।
সেই সময়ে, পর্তুগাল ৪০ বছরেরও বেশি সময় ধরে একনায়কতন্ত্রের অধীনে বাস করেছিল, স্বৈরশাসক আন্তোনিও ডি অলিভেইরা সালাজারের নেতৃত্বে স্বৈরাচারী এস্তাদো নভো শাসন এবং পরবর্তীতে তার মৃত্যুর পর উত্তরসূরি মার্সেলো ক্যাটানো শাসন করে আসছিল।
ওটেলো সারাইভা দে কারভালহো এবং মুভিমেন্টো দাস ফোরসাস আরমাদাস (MFA) এর অন্যান্য অফিসারদের নেতৃত্বে পর্তুগিজ সৈন্যদের একটি দল কর্তৃত্ববাদী সরকারকে উৎখাত করার জন্য একটি সামরিক অভিযানের আয়োজন করে।
সেই সামরিক অভিযান সফল হয়েছিল, এবং রক্তপাত ছাড়াই সরকারকে উৎখাত করা হয়েছিল। বিপ্লবের সূচনাকারী সৈন্যদের বন্দুকের ব্যারেলে লাল কার্নেশন ফুল ঘুজে দিয়েছিল সাধারণ মানুষেরা। ফলে এটিকে কারোনেশন বিপ্লব হিসেবেও আখ্যায়িত করা হয়।
সরকারের পতনের পর সামরিক জান্তা ক্ষমতা গ্রহণ করে, কিন্তু একটি বেসামরিক নেতৃত্বাধীন অস্থায়ী সরকার গঠিত হয়। এই সরকার অবাধ ও গণতান্ত্রিক নির্বাচন করে এবং পর্তুগালকে গণতন্ত্রে রূপান্তরিত করার জন্য রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সংস্কারের প্রক্রিয়া শুরু করে।
কার্নেশন বিপ্লবের গুরুত্ব এবং গণতন্ত্র ও মানবাধিকারের লড়াইকে স্মরণ করার জন্য পর্তুগালে প্রতি বছর স্বাধীনতা দিবস পালিত হয়। এটি পর্তুগিজ জনগণের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। জাতীয়ভাবে ছুটি সহকারে রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সকল নাগরিকের অংশগ্রহণের দিনটি উদযাপিত হয়।
