জার্মান আ.লীগ হামবুর্গ শাখার ত্রি-বার্ষিক সম্মেলন
খান লিটন, জার্মানি
প্রকাশ: ২৯ মে ২০২৩, ১০:৫৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
জার্মান আওয়ামী লীগ হামবুর্গ শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জার্মানির হামবুর্গ শহরে গতকাল রোববার বিকালে একটি মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।
সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন ফজলুল হক কাশেম এবং দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা কামাল দেওয়ান। সম্মেলনের সঞ্চালনা করেন তরুণ বিশ্বাস। কুরআন তেলাওয়াত, গীতা পাঠ এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জার্মান আওয়ামী লীগের সভাপতি মিজানুর হক খান। প্রধান বক্তা জার্মান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক আলী ভূঁইয়া।
সম্মেলনে আরও বক্তব্য দেন- মাসুদুর রহমান, নুরে আলম সিদ্দিকী রুবেল, সূর্য কান্তি ঘোষ, আলমগীর আলী, পিয়েল আহমেদ, বেলাল হোসেন, মাহমুদুল হক মুন্সী, ওয়াদুত মিয়া, নুরুল হক, শেখ শাহআলম, রাজু আহমেদ, ফারুক আলম খান, সাজিয়া হক, জার্মান স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আউয়াল খানসহ অনেকেই।
এছাড়া সম্মলনে সর্বসম্মতিক্রমে হামবুর্গ আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি ইসমে আজম এবং সাধারণ সম্পাদক পদে সরফুদ্দিন জুয়েলের নাম ঘোষণা করেন জার্মান আওয়ামী লীগের সভাপতি মিজানুর হক খান।
