Logo
Logo
×

পরবাস

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে জার্মান বিএনপির আলোচনা সভা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ জুন ২০২৩, ১১:২৬ পিএম

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে জার্মান বিএনপির আলোচনা সভা

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দলের জার্মান শাখার উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জার্মানির ফ্রাঙ্কফুর্টের সালবাউ ওবারআডে শনিবার এই সভা অনুষ্ঠিত হয়।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দলটি।

জার্মান বিএনপির সভাপতি দেওয়ান শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুদ রেজার পরিচালনায় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। 

সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন বিএনপি নেতা আমান উল্লাহ, ফিরোজ কোরাইশী, মোজাম্মেল হক, সেলিম ব্যাপারী চঞ্চল, জুয়েল খান, শাখাওয়াত হোসেন সোহাগ, সেলিম রেজা, কাওসার শামীম, মন্জু সরকার, আনোয়ার হোসেন, নিয়াজ হাবিব, রিয়াদ খন্দকার দেলোয়ার হোসেন প্রমুখ।

জার্মান বিএনপি আলোচনা সভা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম