Logo
Logo
×

পরবাস

মালয়েশিয়ায় নদীতে মিলল বাংলাদেশি শিক্ষার্থীর লাশ

Icon

আহমাদুল কবির, মালয়েশিয়া থেকে

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১১ পিএম

মালয়েশিয়ায় নদীতে মিলল বাংলাদেশি শিক্ষার্থীর লাশ

মালয়েশিয়ার সারওয়াক রাজ্যের কুচিংয়ের জালান গম্বিরের ভাসমান মসজিদের পাশের নদীতে মিলল ইরফান সাদিক (২১) নামে এক বাংলাদেশি শিক্ষার্থীর লাশ। সাদিক নদীতে ডুবে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

বেরিতা হারিয়ানের খবরে বলা হয়েছে, সোমবার স্থানীয় সময় বিকাল ৪টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পাদুঙ্গান ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশন (বিবিপি) এবং পিপিডিএ বাটু লিন্টাংয়ের বেশ কয়েকজন কর্মী।

সারাওয়াক ফায়ার অপারেশনস সেন্টার সূত্রে জানা গেছে, সারওয়াক রাজ্যের কুচিংয়ের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন ইরফান সাদিক। বিকাল ৫টা ৫৬ মিনিটে ওয়াটার রেসকিউ টিম (পিপিডিএ) ঘটনাস্থল থেকে প্রায় ৩ মিটার দূরে তাকে খুঁজে পায়। পরে রেসকিউ টিম তার মরদেহ উদ্ধার করে।

ঘটনাস্থলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তী পদক্ষেপের জন্য সাদিকের লাশ স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ইরফান সাদিকের বাড়ি বাংলাদেশের কোথায়, এখনো তা জানা যায়নি।

মালয়েশিয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম