৬ মাসে ১৮ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল কুয়েত

 কুয়েত প্রতিনিধি 
২০ সেপ্টেম্বর ২০২৩, ১২:২১ এএম  |  অনলাইন সংস্করণ

কুয়েতের সরকারি তথ্য বলছে, দেশটিতে বিভিন্ন দেশের প্রায় ২ লাখ অবৈধ অভিবাসী বাস করছে। এসব অভিবাসীদের গ্রেফতারে  প্রতিদিনই চলছে প্রশাসনের সাঁড়াশি অভিযান। 

কুয়েতের স্থানীয় গণমাধ্যম আল রাই ও আরব টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৬ মাসের অভিযানে গ্রেফতার হওয়াদের মধ্যে প্রায় ১৮ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। অনেকের বিরুদ্ধে স্থানীয় আইন অনুযায়ী জেল জরিমানাও করা হয়েছে। এদের মধ্যে বাংলাদেশ, ভারত, ফিলিপাইন ও মিশরের নাগরিকরাও আছেন।

ট্রাফিক সচেতনতা বিভাগের প্রধান, ব্রিগেডিয়ার জেনারেল নওয়াফ আল-হায়ান আল-রাইকে জানান, গত ৬ মাসের মধ্যে ১৮ হাজার ৪৮৬ প্রবাসীকে নির্বাসিত করা হয়েছে। অভিযানে আটকদের গুরুতর অপরাধগুলো হলো, আকামা আইন লঙ্ঘন, মাদক বেচাকেনা ও পতিতাবৃত্তি। অনেকে ট্রাফিক আইন (উচ্চ গতি, সিগনালে লাল আলো অতিক্রম করা, ব্যক্তিগত গাড়িতে যাত্রী সেবা প্রদান, ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো) লঙ্ঘন করেছেন।

প্রসঙ্গত, এক মালিকের ভিসায় কুয়েতে আসার পর অন্য মালিকের কাজ করা আকামা আইনের লঙ্ঘন। 

[প্রিয় পাঠক, যুগান্তর অনলাইনে পরবাস বিভাগে আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন jugantorporobash@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন