Logo
Logo
×

পরবাস

৬ মাসে ১৮ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল কুয়েত

Icon

কুয়েত প্রতিনিধি

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৩, ১২:২১ এএম

৬ মাসে ১৮ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল কুয়েত

কুয়েতের সরকারি তথ্য বলছে, দেশটিতে বিভিন্ন দেশের প্রায় ২ লাখ অবৈধ অভিবাসী বাস করছে। এসব অভিবাসীদের গ্রেফতারে  প্রতিদিনই চলছে প্রশাসনের সাঁড়াশি অভিযান। 

কুয়েতের স্থানীয় গণমাধ্যম আল রাই ও আরব টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৬ মাসের অভিযানে গ্রেফতার হওয়াদের মধ্যে প্রায় ১৮ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। অনেকের বিরুদ্ধে স্থানীয় আইন অনুযায়ী জেল জরিমানাও করা হয়েছে। এদের মধ্যে বাংলাদেশ, ভারত, ফিলিপাইন ও মিশরের নাগরিকরাও আছেন।

ট্রাফিক সচেতনতা বিভাগের প্রধান, ব্রিগেডিয়ার জেনারেল নওয়াফ আল-হায়ান আল-রাইকে জানান, গত ৬ মাসের মধ্যে ১৮ হাজার ৪৮৬ প্রবাসীকে নির্বাসিত করা হয়েছে। অভিযানে আটকদের গুরুতর অপরাধগুলো হলো, আকামা আইন লঙ্ঘন, মাদক বেচাকেনা ও পতিতাবৃত্তি। অনেকে ট্রাফিক আইন (উচ্চ গতি, সিগনালে লাল আলো অতিক্রম করা, ব্যক্তিগত গাড়িতে যাত্রী সেবা প্রদান, ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো) লঙ্ঘন করেছেন।

প্রসঙ্গত, এক মালিকের ভিসায় কুয়েতে আসার পর অন্য মালিকের কাজ করা আকামা আইনের লঙ্ঘন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম