প্রবাস স্কিমে মালয়েশিয়া প্রবাসীদের অংশগ্রহণের আহবান
মালয়েশিয়ায় কর্মরত প্রবাসী বাংলাদেশিদের প্রবাস পেনশন স্কিমে অংশগ্রহণ ও বৈধপথে রেমিট্যান্স প্রেরণ ও সংক্রান্ত উদ্বুদ্ধকরণ প্রচারণা শুরু করেছে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন।
সোমবার মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের রাওয়াংয়ের গামুডা গার্ডেনে হাইকমিশনের উদ্যোগে এবং অগ্রণী রেমিট্যান্স হাউসের সহযোগিতায় ‘প্রবাস স্কিমে অংশগ্রহণ, দেশে ফিরে সুন্দর জীবন’ শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রবাস পেনশন স্কিম নিয়ে বিস্তারিত আলোচনায় বলা হয়, প্রবাসী বাংলাদেশিদের অনেকেই বিদেশ থেকে দেশে থাকা মা-বাবা, ভাই-বোন ও আত্মীয় স্বজনের কাছে টাকা পাঠিয়েও প্রতারণার শিকার হচ্ছেন।
দীর্ঘদিন প্রবাস জীবন কাটিয়ে দেশে গিয়ে নিজেদের নিঃস্ব অবস্থায় দেখতে হচ্ছে প্রতারণার শিকার অনেক প্রবাসীকে। সর্বজনীন পেনশনে অংশগ্রহণ করলে এমন পরিস্থিতিতে পড়তে হবে না।
সভায় ভবিষ্যতের আর্থিক নিরাপত্তার কথা বিবেচনা করে প্রবাসীদের পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হওয়ার আহ্বান জানানো হয়।
সভায় কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) এএসএম জাহিদুর রহমান ও অগ্রণী রেমিট্যান্স হাউস এসডিএন বিএইচডি মালয়েশিয়ার চিফ এক্সিকিউটিভ অফিসার সুলতান আহমেদ উপস্থিত ছিলেন।
প্রবাস স্কিমে মালয়েশিয়া প্রবাসীদের অংশগ্রহণের আহবান
আহমাদুল কবির, মালয়েশিয়া
১৫ নভেম্বর ২০২৩, ১৮:৫৮:১৯ | অনলাইন সংস্করণ
মালয়েশিয়ায় কর্মরত প্রবাসী বাংলাদেশিদের প্রবাস পেনশন স্কিমে অংশগ্রহণ ও বৈধপথে রেমিট্যান্স প্রেরণ ও সংক্রান্ত উদ্বুদ্ধকরণ প্রচারণা শুরু করেছে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন।
সোমবার মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের রাওয়াংয়ের গামুডা গার্ডেনে হাইকমিশনের উদ্যোগে এবং অগ্রণী রেমিট্যান্স হাউসের সহযোগিতায় ‘প্রবাস স্কিমে অংশগ্রহণ, দেশে ফিরে সুন্দর জীবন’ শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রবাস পেনশন স্কিম নিয়ে বিস্তারিত আলোচনায় বলা হয়, প্রবাসী বাংলাদেশিদের অনেকেই বিদেশ থেকে দেশে থাকা মা-বাবা, ভাই-বোন ও আত্মীয় স্বজনের কাছে টাকা পাঠিয়েও প্রতারণার শিকার হচ্ছেন।
দীর্ঘদিন প্রবাস জীবন কাটিয়ে দেশে গিয়ে নিজেদের নিঃস্ব অবস্থায় দেখতে হচ্ছে প্রতারণার শিকার অনেক প্রবাসীকে। সর্বজনীন পেনশনে অংশগ্রহণ করলে এমন পরিস্থিতিতে পড়তে হবে না।
সভায় ভবিষ্যতের আর্থিক নিরাপত্তার কথা বিবেচনা করে প্রবাসীদের পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হওয়ার আহ্বান জানানো হয়।
সভায় কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) এএসএম জাহিদুর রহমান ও অগ্রণী রেমিট্যান্স হাউস এসডিএন বিএইচডি মালয়েশিয়ার চিফ এক্সিকিউটিভ অফিসার সুলতান আহমেদ উপস্থিত ছিলেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023