Logo
Logo
×

পরবাস

মালয়েশিয়ায় সপ্তাহব্যাপী বিশেষ ব্যবস্থায় পাসপোর্ট বিতরণ করবে হাইকমিশন

Icon

আহমাদুল কবির, মালয়েশিয়া থেকে

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ০৬:৩৫ পিএম

মালয়েশিয়ায় সপ্তাহব্যাপী বিশেষ ব্যবস্থায় পাসপোর্ট বিতরণ করবে হাইকমিশন

মালয়েশিয়ায় সপ্তাহব্যাপী বিশেষ ব্যবস্থায় প্রবাসীদের পাসপোর্ট বিতরণ করবে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন। সোমবার পাসপোর্ট বিতরণ সংক্রান্ত একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে হাইকমিশন।

কাউন্সেলর (রাজনৈতিক) ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের কার্যালয় (নম্বর ৫বি/৫সি, লট নং-৯-১০, জালান সুলতান ইয়াহইয়া পেত্রা, ৫৪১০০ কুয়ালালামপুর) থেকে মঙ্গলবার হতে ২০ জানুয়ারি পর্যন্ত (৭ দিন) নিরবচ্ছিন্নভাবে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত বিশেষ ব্যবস্থায় হাতে হাতে পাসপোর্ট বিতরণ করা হবে।

সেবাপ্রার্থী প্রবাসীদের অনলাইনে পাসপোর্ট স্ট্যাটাস যাচাই করে ডেলিভারি স্লিপসহ নির্ধারিত সময়ের মধ্যে সরাসরি হাইকমিশন থেকে পাসপোর্ট গ্রহণের অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে।

মালয়েশিয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম