বাবা-দাদার কবর থেকে তোলা হাড়ের পাশে ঘুমিয়ে ছিলেন যুবক
শরীফ উদ্দিন, দক্ষিণ আফ্রিকা থেকে
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ১০:৫৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
দক্ষিণ আফ্রিকায় পুমালাঙ্গা প্রদেশে মাসোইয়ের সোয়ালাতে এক ব্যক্তিকে তার বাবা এবং দাদার কবর খননের অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে। বুধবার মাসোই ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হয়।
সোমবার দুপুরে কবরস্থানে ২৯ বছর বয়সি এক পুরুষ তার মৃত বাবা এবং দাদার কবর খনন করে কবর থেকে পাওয়া হাড়ের পাশে ঘুমিয়ে পড়েন। ঘুমন্ত অবস্থায় ওই ব্যক্তিকে পুলিশ দেখতে পেয়ে তাৎক্ষণিক গ্রেফতার করে এবং কবর লঙ্ঘনের অপরাধে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। কবরের হাড়গুলো পুলিশ জব্দ করেছে এবং তদন্ত করবে।
পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার ডোনাল্ড মোধলুলির মতে, ২৯ বছর বয়সি ওই ব্যক্তি হোয়াইট রিভারের কাছে মাসোইয়ের সোয়ালাতে একটি কবরস্থানে তার বাবা এবং দাদার কবর খনন করেছিলেন বলে অভিযোগ রয়েছে।
পুলিশকে দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার দুপুর দেড়টার দিকে স্থানীয় একজন মহিলা অভিযোগ করেন, মাসোই পুলিশিং প্রিসিঙ্কটের আওতাধীন কবরস্থানে অবস্থিত দুটি সংলগ্ন কবর একজন ব্যক্তি খনন করেছেন। এ কবরগুলো ওই ব্যক্তির বাবা এবং দাদার কবর। ১৫ বছর পূর্বে মৃত্যুবরণ করলে যাদের এখানে ২০১০ সালে সমাহিত করা হয়েছিল।
এমপুমালাঙ্গার এসএপিএসের ভারপ্রাপ্ত প্রাদেশিক কমিশনার মেজর জেনারেল (ড.) জেফ মখোয়ানাজি ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং এ ভয়াবহ ঘটনা সম্পর্কে পুলিশকে সতর্ককারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
