মাইলস্টোনে হতাহতদের জন্য কাতারে দোয়া মাহফিল
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ১০:২৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহতদের জন্য কাতারে দোয়া মাহফিলের আয়োজন করেছে প্রবাসী যুব কল্যাণ ফেডারেশন, কাতার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম।
এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক প্রকাশ করে রাষ্ট্রদূত নজরুল ইসলাম বলেন, নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। যারা এখনও আহত হয়ে হাসপাতালে আছেন তাদের দ্রুত চিকিৎসা সহায়তার মাধ্যমে সুস্থতা কামনা করি। এদিকে প্রবাসী যুব কল্যাণ ফেডারেশনের এমন তাৎক্ষণিক আয়োজনের প্রশংসাও করেন রাষ্ট্রদূত।
সাংবাদিক এমএ সালামের উপস্থাপনায় ও সাংবাদিক কাজী শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (শ্রম) মাশহুদুল কবির, প্রথম সচিব নাছির উদ্দিন, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কান্ট্রি ম্যানেজার কামাল উদ্দিন, দিগন্ত এক্সপ্রেস এর সিইও মোহাম্মদ জসিম উদ্দিন, বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যাক্তি প্রকৌশলী আনোয়ার হোসেন আকন, জনাব শাহজাহান সাজু, হাজী বাসার সরকার, এরাবিয়ান এক্সচেঞ্জ এর সিইও মোহাম্মদ নুরুল কবির চৌধুরী, সিআইপি এম সাখাওয়াত খান, সাবেক অধ্যাপক আমিনুল হক কাজল, কমিউনিটি বিশিষ্ট ব্যাক্তি জনাব শফিকুর রহমান শফিক, হাবিবুর রহমান (হাবিব), দিদারুল ইসলাম, হাফেজ মাওলানা জনাব ওয়ালী উল্লাহ, মো. গোলাম মোর্শেদ, মুফতি আবু তোহাসহ সাংবাদিক জিএম হাজারি, বাংলাদেশ প্রেসক্লাব এর সাংগঠনিক সম্পাদক সজল মালাকার, প্রচার সম্পাদক খন্দকার রিয়াজ হোসেন সাদ্দাম, সদস্য দিদারুল ইসলাম, সদস্য এম এইচ পলাশসহ অনেক প্রবাসী বাংলাদেশিরা দোয়া মুনাজাতে অংশ নিয়েছেন।
