মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল
আহমাদুল কবির, মালয়েশিয়া
প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ০১:১৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশের অর্থনীতি, সংস্কৃতি, উদ্যোক্তা এবং প্রবাসী কমিউনিটির অর্জনকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার এক অনন্য উদ্যোগ হিসেবে মালয়েশিয়ায় প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল ২০২৫’। উৎসবটি অনুষ্ঠিত হবে রাজধানী কুয়ালালামপুরের প্রাণকেন্দ্র ক্রাফট কমপ্লেক্সে।
আগামী ২৭ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এ উৎসব। সবার
জন্য উন্মুক্ত এ উৎসবে কোনো প্রবেশ মূল্য রাখা হয়নি।
বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল ২০২৫ কোনো একক অনুষ্ঠান নয়, বরং এটি
বাংলাদেশি পণ্য, উদ্ভাবন, সৃজনশীলতা এবং প্রবাসী গর্বের এক বহুমাত্রিক মহোৎসব।
আয়োজকরা বলছেন, এ আয়োজনের মূল উদ্দেশ্য হলো, বাংলাদেশের পণ্য ও সংস্কৃতিকে
আন্তর্জাতিক পর্যায়ে শক্তিশালী করা, বিশেষ করে দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ
দেশ মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্যের বাজার তৈরি করা।
এ মহা আয়োজনের পেছনে রয়েছেন মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশন,
নিবন্ধিত বাংলাদেশের প্রবাসী সংগঠন।
২০১৪ সালে প্রতিষ্ঠিত এমবিএফএ বিগত এক দশকে বাংলাদেশ ও মালয়েশিয়ার
মধ্যে সাংস্কৃতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের সেতুবন্ধনে এক অগ্রণী ভূমিকা পালন
করে আসছে। বাংলাদেশ হাইকমিশন, মালয়েশিয়ান বিভিন্ন সরকারি সংস্থা এবং আন্তর্জাতিক
কমিউনিটির সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে এমবিএফএ আয়োজন করে আসছে বিভিন্ন অনুষ্ঠানের।
