Logo
Logo
×

পরবাস

দক্ষিণ আফ্রিকায় ৬ বাংলাদেশিকে অপহরণ

Icon

দক্ষিণ আফ্রিকা প্রতিনিধি

প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১২:৪৩ পিএম

দক্ষিণ আফ্রিকায় ৬ বাংলাদেশিকে অপহরণ

প্রতীকী ছবি

দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথ শহরে ৬ প্রবাসী বাংলাদেশিকে অপহরণ করেছে স্থানীয় দুর্বৃত্তদের একটি চক্র।

শুক্রবার (২৫ জুলাই) শহরের ফিস অ্যান্ড চিপসের দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে তাদেরকে অপহরণ করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ৬ জনের একজনও উদ্ধার হয়নি।

অপহরণ হওয়া ৫ জনের বাড়ি মানিকগঞ্জ জেলায়, আরেকজন লক্ষীপুর জেলার বাসিন্দা।

একইদিন এই চক্রের হাত থেকে বড় অঙ্কের মুক্তিপণ দিয়ে মুক্ত হন অপহরণের শিকার হওয়া নোয়াখালী জেলার মো. সুমন।

ফিরে এসে সুমন জানান, এই ছয় বাংলাদেশিকেও একই স্থানে রাখা হয়েছে। তবে চোখ বাঁধা থাকার কারণে সুনির্দিষ্ট করে বলতে পারছেন না এই স্থানটি কোথায়।

এর আগে বেশ কয়েকজনকে অপহরণ করলে মোটা অঙ্কের মুক্তিপণ দিয়ে ভুক্তভোগীরা মুক্তি পান।

দীর্ঘদিন ধরে অপহরণের শিকার হচ্ছেন সেখানকার বাংলাদেশিসহ অন্যান্য দেশের অভিবাসীরাও। আতঙ্ক উৎকণ্ঠায় দিন কাটছে স্থানীয়দের। প্রবাসী বাংলাদেশিরা দূতাবাসের সহযোগিতা চেয়েছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম