Logo
Logo
×

পরবাস

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশির মামলায় ১০ পুলিশ গ্রেফতার

Icon

শরীফ উদ্দিন, দক্ষিণ আফ্রিকা

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ০১:৪৪ পিএম

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশির মামলায় ১০ পুলিশ গ্রেফতার

দক্ষিণ আফ্রিকায় এক বাংলাদেশি অভিবাসীর মামলায় ১০ পুলিশকে গ্রেফতার করা হয়েছে। অর্থ চুরি ও মালামাল ক্রোকের মামলায় সোমবার (৪ আগস্ট) তাদের গ্রেফতার করে পুলিশের বিশেষ শাখা ট্যাকটিক্যাল রেসপন্স টিম।

মোহাম্মদ আলী নামে এক বাংলাদেশি পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলাটি করেন। জোহানেসবার্গের অদূরে ইডেনভিল শহরে তার একটি দোকান রয়েছে।

গত জুনে মোহাম্মদ আলীর দোকানে চারজন পুলিশ ও ছয়জন মেট্রো পুলিশ আসে। ওই সময় তারা দোকান থেকে নগদ অর্থ ৩৫ হাজার রেন্ড (দক্ষিণ আফ্রিকার মুদ্রা) এবং দেড় লাখ রেন্ডের সিগারেটসহ বিভিন্ন মূলবান মালামাল জব্দ করে। তবে জব্দকৃত মালামালগুলোর ক্যাশ মেমো ছিল ওই বাংলাদেশি ব্যবসায়ীর কাছে।

এ ঘটনায় ইডেনভিল থানায় মামলা করেন মোহাম্মদ আলী। সেই মামলায় সোমবার ওই ১০ জনকে গ্রেফতার করা হয়।  গ্রেফতার হওয়াদের চারজন দক্ষিণ আফ্রিকান পুলিশ ও ছয়জন ইখুরেলিনি মেট্রো পুলিশ।

মোহাম্মদ আলীর দোকানের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, পুলিশরা দোকানে থাকা লোকদের আটকাচ্ছেন। ভাঙচুর করছেন এবং একজন দোকান সহকারীকে হুমকি দিচ্ছেন। স্টোররুম থেকে সিগারেট ও মূলবান জিনিসপত্র নিয়ে যাচ্ছেন। একজন পুলিশ সদস্যকে কাউন্টার থেকে টাকা নিতেও দেখা যায়।  আর একজন পুলিশ অফিসারকে দেখা যায় দোকান থেকে বেরিয়ে যাওয়ার পর তিনি নাচছেন।

 এদিকে, দক্ষিণ আফ্রিকার গণমাধ্যম নিউজ২৪ জানিয়েছে, জব্দকৃত সিগারেটের মধ্যে মূল্যবানগুলো গ্রেফতার হওয়া পুলিশ সদস্যরা রেখে দিয়েছিলেন। কম দামীগুলো তারা জব্দ তালিকায় দেখিয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম