প্রবাসীদের ভোটাধিকার চেয়ে প্যারিসে বাংলাদেশ দূতাবাসে এনসিপির স্মারকলিপি
হাসান ইলিয়াছ তানিম, প্যারিস (ফ্রান্স) থেকে
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ১০:৪৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করার দাবিতে মঙ্গলবার (৫ আগস্ট) প্যারিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে স্মারকলিপি ও মানববন্ধন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ডায়াস্পোরা অ্যালায়েন্স ফ্রান্স শাখা।
এনসিপির দাবি, দীর্ঘদিন ধরে বিদেশে বসবাসকারী লাখ লাখ বাংলাদেশি নাগরিক বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও তারা এখনও ভোটাধিকার থেকে বঞ্চিত। দলটির মতে, এটি স্পষ্টতই সংবিধান ও মানবাধিকার পরিপন্থি।
স্মারকলিপিটি ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহার কাছে হস্তান্তর করা হয়। যেখানে উল্লেখ করা হয়, প্রবাসীরা জাতীয় পরিচয়পত্র এবং ই-পাসপোর্ট পেলেও বাস্তবে তারা জাতীয় নির্বাচনে ভোট দিতে পারেন না। এটা এক ধরনের বৈষম্য ও নাগরিক অধিকারের অবহেলা।
প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে এনসিপি কয়েকটি সুপারিশ উত্থাপন করেছে। সেগুলো হলো :
১। প্রবাসীদের জন্য অনলাইনভিত্তিক ভোটিং ব্যবস্থা চালু করা
২। দূতাবাসে অস্থায়ী ভোট কেন্দ্র স্থাপন
৩। জাতীয় পরিচয়পত্র ও বৈধ পাসপোর্টের মাধ্যমে ভোটাধিকার
৪। নিরাপদ ও প্রযুক্তিনির্ভর ভোটিং প্রক্রিয়া চালু করতে বিশেষজ্ঞ টিম গঠন।
স্মারকলিপিতে বলা হয়, দেশের ভবিষ্যৎ নেতৃত্ব নির্বাচনে প্রবাসীদের অংশগ্রহণ নিশ্চিত না হলে গণতন্ত্র পূর্ণতা পায় না।
এছাড়া সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানানো হয়, যেন দ্রুত এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হয়।
এনসিপি ফ্রান্স মনে করে, অনেক দেশে অনলাইন ও প্রবাসভিত্তিক ভোটিং চালু আছে। যদি রাজনৈতিক সদিচ্ছা থাকে বাংলাদেশের পক্ষেও তা বাস্তবায়ন সম্ভব।
পাশাপাশি একই দাবিতে একই দিন তারা ফ্রান্সের ঐতিহাসিক স্থাপনা আইফেল টাওয়ারের পাদদেশে একটি মানববন্ধনেরও আয়োজন করে। যেটির সভাপতিত্ব করেন এনসিপির ডায়াস্পোরা অ্যালায়েন্স ফ্রান্স শাখার আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ইফতেশাম এবং সভা পরিচালনা করেন সদস্য সচিব মো. শাহপরান আহম্মেদ শাকিল।
সেখানে আরও উপস্থিত ছিলেন- এনসিপি ফ্রান্সের যুগ্ম আহ্বায়ক ফরমান উল্লাহ এবং অ্যাডভোকেট মনোয়ার হোসাইন, যোগাযোগ সমন্বয়কারী নারী নেত্রী রাবেয়া বসরী রাইসা এবং প্রচার সমন্বয়কারী সাফওয়াত হোসেন (রাব্বী রাজ)।
মানববন্ধনে প্রবাসীদের ভোটাধিকার নিয়ে বক্তব্য রাখেন- ফ্রান্স শাখার মুখ্য সংগঠক এসএম মাসরুখ উদ্দীন এবং আঞ্চলিক সংগঠক গবেষক ইশতিয়াক আকিব।
এছাড়া দলটির বিভিন্ন পর্যায়ের নেতা এবং সব নির্বাহী সদস্য সেখানে উপস্থিত ছিলেন।
