Logo
Logo
×

পরবাস

ভুয়া পাসপোর্টে জার্মানি যাওয়ার চেষ্টা বাংলাদেশির, কলকাতা বিমানবন্দরে আটক

Icon

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫০ এএম

ভুয়া পাসপোর্টে জার্মানি যাওয়ার চেষ্টা বাংলাদেশির, কলকাতা বিমানবন্দরে আটক

ফাইল ছবি

ভুয়া পাসপোর্টে জার্মানি যাওয়ার চেষ্টাকালে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক বাংলাদেশিকে আটক করা হয়েছে।

শনিবার (৯ আগস্ট) তাকে বারাকপুর আদালতে তোলা হবে। শুক্রবার (৮ আগস্ট) রাতে জার্মানি যাওয়ার উদ্দেশে ফ্লাইট ধরতে গিয়ে আটক হন তিনি।

সূত্রের খবর, অভিযুক্তের ভারতীয় পাসপোর্টে নাম লেখা ছিল ‘পরেশ রায়’। কিন্তু ইমিগ্রেশন অফিসাররা সন্দেহজনক মনে করে তল্লাশি চালিয়ে আরও একটি বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করে। সেখানে তার নাম ‘শ্রমিক বড়ুয়া’। দুটি ভিন্ন নাম ও নাগরিকত্বের বিষয়টি ধরা পড়ায় তাকে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে কোনো সন্তোষজনক উত্তর দিতে না পারায় বিমানবন্দর থানার পুলিশ তাকে আটক করে।

পুলিশ জানায়, ওই ব্যক্তি ভুয়া ভারতীয় পাসপোর্টে জার্মানি যাওয়ার পরিকল্পনা করছিলেন। কিভাবে ও কোথায় তিনি এই নথি সংগ্রহ করেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, গত কয়েক সপ্তাহে কলকাতা বিমানবন্দরে একাধিক বাংলাদেশি নাগরিক ভুয়া ভারতীয় পাসপোর্ট নিয়ে বিদেশে পালানোর চেষ্টা করতে গিয়ে ধরা পড়েছেন। কখনো গন্তব্য ব্যাংকক, কখনো ভিয়েতনাম বারবার এই চক্রের হদিস মিলছে। নিরাপত্তা সংস্থার আশঙ্কা, সীমান্ত পেরিয়ে অবৈধ পথে প্রবেশ করে ভারতের বিভিন্ন রাজ্যে নথি বদলের পর বিদেশে পালানোর নেটওয়ার্ক সক্রিয় হয়ে উঠেছে।

এদিকে কলকাতা বিমানবন্দরে নিরাপত্তা বাহিনী ও ইমিগ্রেশন বিভাগের নজরদারি আরও বাড়ানো হয়েছে, যাতে এমন জাল নথি ব্যবহার করে কেউ ফাঁকফোকর গলে পালাতে না পারে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম