Logo
Logo
×

পরবাস

মালয়েশিয়ায় একদিনে দুই শতাধিক বিদেশিকে প্রবেশে বাধা, তালিকার শীর্ষে বাংলাদেশিরা

Icon

আহমাদুল কবির, মালয়েশিয়া

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ০৯:৫৯ পিএম

মালয়েশিয়ায় একদিনে দুই শতাধিক বিদেশিকে প্রবেশে বাধা, তালিকার শীর্ষে বাংলাদেশিরা

মালয়েশিয়ান বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি (এমসিবিএ) কেএলআইএ-তে ২৪ ঘণ্টার সমন্বিত অভিযানের সময় বিভিন্ন দেশের মোট ২২৯ জন বিদেশি দর্শনার্থীকে প্রবেশে বাধা দেওয়া হয়েছে।

মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বুধবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত চলা অভিযানের সময় সংস্থাটি কেএলআইএ টার্মিনাল-১ এবং টার্মিনাল ২-এর আন্তর্জাতিক আগমন এবং প্রস্থান হলে ৭৬৪ জন বিদেশি দর্শনার্থীর স্ক্রিনিং করে ৭৬৪ জন বিদেশিকে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে। 

এদের মধ্যে ২২৯ জন প্রবেশের শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছেন বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

বাংলাদেশি নাগরিকদের সর্বোচ্চ ২০৪ জন, ভারত (১৪), শ্রীলঙ্কা (তিন), পাকিস্তান (তিন), ইন্দোনেশিয়া (তিন) এবং কম্বোডিয়া (দুই)।

এমসিবিএ জানিয়েছে, মোট বাংলাদেশিদের মধ্যে বুধবার ভোরে ঢাকা থেকে তিনটি ফ্লাইটে ৬৬ জন বাংলাদেশি কেএলআইএ ১-এ পৌঁছেন।

প্রবেশ প্রত্যাখ্যানের প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে ভুয়া হোটেল বুকিং উপস্থাপন করা, ফেরার বিমানের টিকিট না থাকা এবং পর্যাপ্ত আর্থিক সামর্থ্য প্রমাণ করতে ব্যর্থ হওয়া।

সংস্থাটি এক বিবৃতিতে বলেছে- সবাই দেশে অবৈধভাবে থাকার এবং কাজ করার জন্য প্রবেশ সুবিধার অপব্যবহার করার চেষ্টা করছিল বলে মনে করা হচ্ছে।

এমসিবিএ আরও জানিয়েছে, প্রবেশপথ নিয়ন্ত্রণ আরও কঠোর করা হবে এবং অবৈধভাবে বিদেশিদের পাচারের প্রচেষ্টায় জড়িত কর্মকর্তাসহ যে কোনো পক্ষের বিরুদ্ধে আপসহীন ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম