Logo
Logo
×

ফুটবল বিশ্বকাপ-২০২২

প্রথমার্ধে গোল শূন্য ব্রাজিল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২২, ০৭:৫৬ পিএম

প্রথমার্ধে গোল শূন্য ব্রাজিল

ফেভারিটের তকমা গায়ে লাগিয়ে সার্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ শুরু করল দক্ষিণ আমেরিকান জায়ান্ট ব্রাজিল। প্রথমার্ধে অনেক চেষ্টা করেও গোলের দেখা পায়নি নেইমাররা।

খেলার প্রথমার্ধে ৫৮ শতাংশ বল দখলে ছিল ব্রাজিলের। আর ৪১ শতাংশ দখলে ছিল সার্বিয়ার।  দুই দলই প্রথমার্ধে গোলের টার্গেটে একটি করে শট নেয়ার সুযোগ পায়। কিন্তু সেই শট থেকে গোলে পরিণত করতে পারেনি। 

বৃহস্পতিবার  বাংলাদেশ সময় রাত ১টায়  লুসাইল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে। দোহারের এই মাঠেই বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে মেসির আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকে চমকিয়ে দেয় সৌদি আরব।

তাইতো ফিফা র্যাং কিংয়ের শীর্ষে থাকা সত্ত্বেও সার্বিয়াকে নিয়ে বেশ সতর্ক ব্রাজিল। গত বিশ্বকাপে ইউরোপের দলটিকে তারা হারিয়েছিল ২-০ গোলে।

কাতার বিশ্বকাপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম