Logo
Logo
×

ফুটবল বিশ্বকাপ-২০২২

ডি মারিয়া ও পল কি আজ খেলবেন?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২২, ০৯:০৫ এএম

ডি মারিয়া ও পল কি আজ খেলবেন?

আর্জেন্টিনাভক্তদের সুখবর দিলেন দলের কোচ লিওনেল স্কালোনি। ইনজুরি কাটিয়ে দলে ফিরতে পারে রদ্রিগো ডি পল ও ডি মারিয়া।  

আর্জেন্টাইন কোচ বলছেন, দুজনই এখন সুস্থ আছেন। ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালে মুখোমুখি হওয়ার আগে আর্জেন্টাইন কোচ জানান, খুব বেশি অনুশীলন না করে মিটিংয়ে মনোযোগ ছিল তাদের।

কীভাবে হারানো যায় ক্রোয়েশিয়াকে, এ ছক কষেছেন তারা। এই যাত্রায় ডি পল ও ডি মারিয়া দুজনকেই পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন কোচ।

স্কালোনি বলেন, শেষ ম্যাচটি জয়ের পর আমরা মাঠে খুব বেশি সময় দিইনি। বরং মনোযোগ দিয়েছি মিটিংয়ে। আর এরই মধ্যে আমরা এ দুজন (ডি পল ও ডি মারিয়া) সম্পর্কে ধারণা পেয়ে গেছি।

তারা দুজনই পরবর্তী ম্যাচে থাকবে, যেটি আমাদের স্বস্তি দিচ্ছে। তবে এটি সত্য যে, প্রত্যেক মিনিটে তারা কেমন পারফরম করবে সেটি আমাদের নিশ্চিত করতে হবে।

ফাইনালে যাওয়ার লড়াইয়ে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১টায় লুসাইল স্টেডিয়ামে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।

ইনজুরি. ডি মারিয়া.

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম