Logo
Logo
×

ফুটবল বিশ্বকাপ-২০২২

বেনজেমা কি ফাইনালে ফিরবেন?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২২, ০৪:৫২ পিএম

বেনজেমা কি ফাইনালে ফিরবেন?

কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্স ও আর্জেন্টিনা। তার আগে ফ্রান্স চাইলে দলে নিতে পারে করিম বেনজেমাকে। যদিও তাকে নেওয়া হবে কি না এ বিষয়ে মন্তব্য করতে চাননি ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। 

বিশ্বকাপ শুরুর আগেরদিন চোটের কারণে ছিটকে যান বেনজেমা। রিয়াল মাদ্রিদের ফুটবলারের চোট সেরেছে। রিয়ালেরও কোনো আপত্তি নেই যদি বেনজেমা বিশ্বকাপে খেলেন। বেনজেমা মাদ্রিদে অনুশীলন করছেন পুরোদমে। কিন্তু শেষ মুহূর্তে তাকে ফ্রান্স দলে নেওয়া হবে কি না তা জানাতে চাননি কোচ দেশম। তিনি বলেন, ‘আমি এ বিষয়ে কিছু কথা বলতে চাই না।’

বেনজেমা খেলতে না পারলেও তার জায়গায় কাউকে নেয়নি ফ্রান্স। সেই কারণে বেনজেমার ফ্রান্স দলে যোগ দেওয়ার সম্ভাবনা বেড়েছে। ফ্রান্স নকআউট পর্বে ওঠার পর বেনজেমা দলে যোগ দিতে পারেন বলে মনে করেছিলেন অনেকে। গত বিশ্বকাপে দেশমের সঙ্গে ঝামেলার জন্য দলে জায়গা হয়নি বেনজেমার। 

এবার ঝামেলা মিটিয়ে বিশ্বকাপের দলে রাখা হয় তাকে। রিয়াল মাদ্রিদের ছন্দে থাকা ফুটবলারকে বিশ্বকাপে দেখার জন্য মুখিয়ে ছিলেন সমর্থকরা। কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি বেনজেমা চোট পাওয়ায়। ফাইনালের আগে তিনি দলে ফিরতে পারেন।

বেনজেমা ফাইনাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম