ছোট্ট তাসফিয়ার একটাই চাওয়া...
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২২, ০২:১৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
খেলাধুলা প্রিয় তাসফিয়া ইসলাম আনমনার। একাধিক ক্রীড়ায় অংশ নিলেও অ্যাথলেটিক তার প্রিয় ইভেন্ট। আর বিশ্বকাপে প্রিয় দল আর্জেন্টিনা। উত্তরার মাস্টার মাইন্ড স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া তাসফিয়া ইসলামের প্রার্থনা, এবারের বিশ্বকাপ ট্রফি যেন লিওনেল মেসির হাতেই ওঠে।
প্রশ্ন : পড়াশোনার ফাঁকে বিশ্বকাপের খেলা দেখা হয়
তাসফিয়া ইসলাম : বিশ্বকাপ হচ্ছে আর প্রিয় দলের খেলা দেখব না, তা কী হয়। পড়াশোনা আর প্রিয় দলের খেলা দেখা-দুই-ই চলছে।
প্রশ্ন : কোন দলের খেলা ভালো লাগে
তাসফিয়া : আমার প্রিয় দল আর্জেন্টিনা। লিওনেল মেসির নৈপুণ্যভাস্বর খেলা দেখেই আমি আর্জেন্টিনার সমর্থক হয়েছি।
প্রশ্ন : তোমার কি মনে হয়, এবার বিশ্বকাপ জিততে পারবে আর্জেন্টিনা
তাসফিয়া : কেন পারবে না। আর্জেন্টিনা দলে মেসির মতো ফুটবলার খেলেন। আলভারেজ আছেন। দি মারিয়া, দি পল রয়েছেন। আমার মনে হয়, আর্জেন্টিনার বিশ্বকাপ জেতার এবারই সবচেয়ে ভালো সুযোগ।
প্রশ্ন : কেমন লেগেছে মেসিদের খেলা
তাসফিয়া : গ্রুপপর্বের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হারের পর কেঁদেছিলাম। কষ্ট পেয়েছিলাম। কিন্তু পরের ম্যাচগুলোতে মেসি ফিরলেন স্বমূর্তিতে। আসলে মেসি মাঠে থাকলে আর কিছুর প্রয়োজন নেই। দল এমনিতেই চাঙ্গা থাকে।
প্রশ্ন : রাত জেগে খেলা দেখতে পারো
তাসফিয়া : আমার কাছে আর্জেন্টিনার জার্সি আছে। খেলা দেখার আগে সেটা পরে নিই। তারপর মা ইচ্ছেমতো আমার গালে আর্জেন্টিনার পতাকা এঁকে দেন। আসলে আমি মেসি এবং আর্জেন্টিনার এতটাই ভক্ত যে, কাউকে বলে বোঝাতে পারব না।
প্রশ্ন : বিশ্বকাপ ফাইনাল রোববার। প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন
ফ্রান্স। তোমার কি মনে হয়, ফ্রান্সকে হারিয়ে বিশ্বসেরা হতে পারবে আর্জেন্টিনা
তাসফিয়া : মেসি, দি মারিয়া, আলভারেজ, দি পল-এই চারজন জ্বলে উঠলে পাত্তাই পাবে না ফ্রান্স। আমি আর কিছু চাই না বিধাতার কাছে, মেসির হাতে শুধু এবারের বিশ্বকাপ দেখতে চাই।
