Logo
Logo
×

ফুটবল বিশ্বকাপ-২০২২

কার হাতে উঠছে বিশ্বকাপ ট্রফি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২২, ০১:৪৭ পিএম

কার হাতে উঠছে বিশ্বকাপ ট্রফি

বিশ্বকাপ ফাইনালে আজ মুখোমুখি আর্জেন্টিনা-ফ্রান্স। কাতারের লুসাইল স্টেডিয়ামে রাত ৯টায় খেলাটি শুরু হবে। ফাইনালে লিওনেল মেসি বনাম কিলিয়ান এমবাপ্পের দ্বৈরথ দেখছে ফুটবল বিশ্ব।

মেসি-এমবাপ্পে দুই জনেই ফুটবল জগতের তারকা। মেসিকে সর্বকালের সেরা বলে মনে করেন অনেকে। আর ২৩ বছর বয়সী এমবাপ্পের পায়ের জাদুতে মুগ্ধ ফুটবল বিশ্ব। তাকে পেলের সঙ্গে তুলনা করেন কেউ কেউ। মেসি-রোনাল্ডো যুগের পর, ফুটবল বিশ্বের সেরা তারকা মনে করা হচ্ছে কিলিয়ানকে।
 
অতীতে জাতীয় দল এবং ক্লাব ফুটবল মিলে ৩ বার মুখোমুখি হয়েছেন মেসি এবং এমবাপ্পে। দুইজনের সেই দ্বৈরথের পরিসংখ্যানে এগিয়ে এমবাপ্পে। 

২০১৮ সালের বিশ্বকাপে আর্জেন্টিনার মুখোমুখি হয় ফ্রান্স। সেই ম্যাচেও এমবাপ্পে শেষ হাসি হাসেন। দুই তারকার দ্বৈরথে এমবাপ্পের মোট গোলসংখ্যা ৬। মেসির গোল ২টি। 

তবে ইতিহাস যাই বলুক, কাতার বিশ্বকাপে এখনও পর্যন্ত সমান তালে লড়ছেন দুজন। সোনার বুটের দৌড়ে এগিয়ে মেসি। 

চলতি বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছেন মেসি। ইতিমধ্যে তার ৫টি গোল করা হয়েছে। সঙ্গে রয়েছে ৩টি অ্যাসিস্ট। অর্থাৎ, তার দেওয়া পাস থেকে ৩টি গোল হয়েছে।

এমবাপ্পের গোলসংখ্যাও ৫। ফ্রান্সের এই স্ট্রাইকারের পাস থেকে গোল হয়েছে ২টি। 

কাতার বিশ্বকাপ ট্রফি কার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম