ফাইনালের ঠিক আগে ছিটকে গেলেন আর্জেন্টিনার তারকা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২২, ০২:৩৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
আর কিছু সময় পর মাঠের লড়াইয়ে নামছে আর্জেন্টিনা-ফ্রান্স। বিশ্বকাপের ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারছেন না আর্জেন্টিনার তারকা মার্কোস আকুনইয়া।
ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচে আর্জেন্টিনার শুরুর একাদশে খেলেছিলেন নিকলাস টালিয়াফিকো, নিষেধাজ্ঞার কারণে সে ম্যাচে খেলতে পারেননি মার্কোস আকুনইয়া।
সেই আকুনইয়ার এক ম্যাচের নিষেধাজ্ঞা শেষ হয়েছে। আজ তাকে নিয়েই মাঠে নেমেছিল আর্জেন্টিনা। তবে শেষ মুহূর্তে তাকে সরিয়ে দিয়েছেন কোচ লিওনেল স্ক্যালোনি। তার বদলে সেই নিকলাস টালিয়াফিকোকে নিয়েই একাদশ গড়তে হয়েছে আর্জেন্টিনাকে।
টিওয়াইসি স্পোর্টস ও ডেইলি মেইল জানিয়েছে চোটের কারণে বাদ পড়েছেন আকুনইয়া।
বিশ্বকাপ ফাইনালে ফিরছেন আনহেল ডি মারিয়া।
