Logo
Logo
×

ফুটবল বিশ্বকাপ-২০২২

ডি মারিয়ার গোলে ব্যবধান দ্বিগুণ করল আর্জেন্টিনা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২২, ০৩:৩৮ পিএম

ডি মারিয়ার গোলে ব্যবধান দ্বিগুণ করল আর্জেন্টিনা

লিওনেল মেসির পর ডি মারিয়া। এই দুই তারকার গোলে ফ্রান্সের বিপক্ষে বিশ্বকাপের ফাইনালের ৩৬ মিনিটেই ২-০ গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা।

পেনাল্টি থেকে গোল করে ২৩ মিনিটেই এগিয়ে গেল মেসি। আর ৩৬ মিনিটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন আনহেল ডি মারিয়া।

বিশ্বকাপের ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ইনজুরি থেকে ফিরে ডি মারিয়া প্রমাণ করলেন তিনি দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ। নক-আউট রাউন্ডের একটি ম্যাচেও একাদশে সুযোগ পাননি চোটের কারণে। 

দুর্দান্ত এক কাউন্টার এটাক থেকে গোল করে দলের (২-০) ব্যবধান বাড়িয়ে নেন ডি মারিয়াা। 

খেলার ২৩ মিনিটে ডি মারিয়াকে ডি বক্সের মধ্যে ফ্রান্সের ফুটবলার উসমান দেম্বেল ফাউল করায় পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

সেই পেনাল্টি থেকে গোল করেন মেসি। চলতি আসরে এটি আর্জেন্টিনার অধিনায়কের ষষ্ঠ গোল। কিলিয়ান এমবাপেকে ছাড়িয়ে এই মুহূর্তে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হলেন মেসি। সব মিলিয়ে টুর্নামেন্ট এটি মেসির ১২তম গোল। বিশ্বকাপে তার চেয়ে বেশি গোল আছে কেবল চার জনের।

বিশ্বকাপের তৃতীয় শিরোপার লড়াইয়ে কাতারের লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনার মুখোমুখি ফ্রান্স।

ফ্রান্স এনিয়ে চতুর্থবার বিশ্বকাপ ফাইনালে খেলছে। ১৯৯৮ সালের পর ২০১৮ সালে শিরোপা জিতে নেয় ফরাসিরা। টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ার পথে কিলিয়ান এমবাপ্পেরা। 

অন্যদিকে আর্জেন্টিনা এনিয়ে ছয়বার বিশ্বকাপের ফাইনালে খেলছে। ১৯৭৮ ও ১৯৮৬ সালে চ্যাম্পিয়ন হয়েছিল লাতিন আমেরিকান দলটি। ১৯৩০, ১৯৯০ ও ২০১৪ সালে রানার্সআপ হয় আর্জেন্টিনা। 

এরপর দীর্ঘদিন শিরোপা বঞ্চিত আর্জেন্টাইনরা। ৩৬ বছরের শিরোপা খরা কাটাতে চায় লিওনেল মেসির নেতৃত্বাধীন দলটি। 

বিশ্বকাপ ফাইনাল গোল ডি মারিয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম