|
ফলো করুন |
|
|---|---|
৩৬ বছরের অপেক্ষার পর অবশেষে শিরোপার খরা কাটল আর্জেন্টিনার। ১৯৮৬ সালের পর ফের বিশ্বকাপ জিতল আর্জেন্টাইনরা।
রোববার কাতারের লুসাইল স্টেডিয়ামে গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে শিরোপা জিতে নেয় লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা।
স্বপ্ন হলো সত্যি। সোনালি ট্রফি হলো তার। তবু লিওনেল মেসির যেন মনে হচ্ছে-এখনও তিনি স্বপ্নের জগতে আছেন। আবার এমনও মনে হতে পারে, ৩৬ বছরের অপেক্ষার অবসান হয়েছে।
এ লেখায় লিওনেল মেসির কিছু রেকর্ড তুলে ধরা হলো-
২৬
বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি ২৬ ম্যাচ খেলেছেন মেসি। ভেঙেছেন জার্মানির লোথার ম্যাথিউসের ২৫ ম্যাচের রেকর্ড
২৩১৫
বিশ্বকাপে রেকর্ড ২৩১৫ মিনিট খেলেছেন মেসি। ভেঙেছেন ইতালির পাওলো মালদিনির ২২১৭ মিনিট খেলার আগের রেকর্ড
১৯
অধিনায়ক হিসাবে বিশ্বকাপে রেকর্ড
১৯ ম্যাচ খেলেছেন মেসি
১৩
বিশ্বকাপে আর্জেন্টিনার পক্ষে সবচেয়ে বেশি ১৩ গোল মেসির। সব মিলিয়ে বিশ্বকাপ ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ গোলদাতা তিনি
৫
পাঁচ বিশ্বকাপে গোলে সহায়তা (অ্যাসিস্ট) করা একমাত্র ফুটবলার মেসি
২১
বিশ্বকাপে সবচেয়ে বেশি ২১ গোলে (১৩
গোল, আট অ্যাসিস্ট) সম্পৃক্ত মেসি
১৬
বিশ্বকাপে মেসির প্রথম ও শেষ গোলের মধ্যে ব্যবধান ১৬ বছর ১৮৪ দিন, যা সবচেয়ে দীর্ঘ
১
বিশ্বকাপের এক আসরে গ্রুপপর্ব, শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালে গোল করা একমাত্র খেলোয়াড় মেসি
