মেসির উপহারে মহাখুশি ধোনির মেয়ে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২২, ১০:৫৯ এএম
|
ফলো করুন |
|
|---|---|
বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হলেন লিওনেল মেসি। তার নেতৃত্বে তিন যুগের শিরোপার খরা কাটাল আর্জেন্টিনা। বিশ্বকাপ জয় করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন এই সুপারস্টার।
বিশ্ব ক্রীড়াঙ্গনে প্রশংসায় ভাসছেন মেসি। আর্জেন্টাইন এই কিংবদিন্তর কাছ থেকে জার্সি উপহার পেতে কার না ভালো লাগে!
মেসির ঐতিহাসিক ১০ নম্বর জার্সি উপহার পেয়ে মহাখুশি ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির মেয়ে জিভা। সেই জার্সিতে মেসি অটোগ্রাফ দিয়ে লিখেছেন ‘পারা জিভা’ (জিভার জন্য)।
কাতার বিশ্বকাপজয়ী অধিনায়কের জার্সি উপহার পেয়ে জিভা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবি পোস্ট করেছেন। নিচের ক্যাপশনে লেখা- ‘লাইক ফাদার, লাইক ডটার’ (যেমন বাবা, তেমন মেয়ে)।
মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ২০০৭ সালের টি-টোয়েন্টি এবং ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ জয় করে ভারত।
ক্রিকেট ক্যারিয়ারে ৯০টি টেস্ট ও ৩৫০টি ওয়ানডে আর ৯৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেন ধোনি। দেশের হয়ে ১৬টি সেঞ্চুরি আর ১০৮টি ফিফটির সাহায্যে ১৭ হাজার ২৬৬ রান সংগ্রহ করে ২০২০ সালের আগস্টে অবসর নেন।
