Logo
Logo
×

রেকর্ড ও পরিসংখ্যান

গোল্ডেন গ্লাভস জিতে যা বললেন এমিলিয়ানো মার্তিনেজ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২২, ০৮:০৩ পিএম

গোল্ডেন গ্লাভস জিতে যা বললেন এমিলিয়ানো মার্তিনেজ

আর্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেজ কাতার বিশ্বকাপের সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লাভস জিতেছেন।ফাইনালে পুরো ম্যাচে দুর্দান্ত কিছু সেভসহ টাইব্রেকারে ফ্রান্সের কোম্যানের শট ফিরিয়ে দেন এই গোলরক্ষক।

এর আগে নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালেও পেনাল্টি শ্যুটআউটে দুই শট ঠেকিয়ে নায়ক বনে গিয়েছিলেন মার্তিনেজ।

তাই তো আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়ে মার্তিনেজের যেন আনন্দের শেষ নেই। ম্যাচ শেষে তিনি বললেন, ‘আমি খুব শান্ত ছিলাম। অন্য সময়ে তারা তিনটি শট নিল এবং তিন গোল দিল। কিন্তু আমি মনে করি, পরবর্তী সময়ে আমি সবকিছুই ঠিকঠাকভাবে সম্পন্ন করেছি।’

নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় এই অর্জন গোল্ডেন গ্লাভস পুরস্কারটি তার পরিবারকে উৎসর্গ করেছেন মার্তিনেজ।বললেন, ‘আমি খুব ভালো জায়গা থেকে উঠে এসেছি। আমি যখন যুবক ছিলাম তখনই ইংল্যান্ডে যাই। আমি এটি আমার পরিবারকে উৎসর্গ করতে চাই।’

বিশ্বকাপ গোল্ডেন গ্লাভস আর্জেটিনা গোলরক্ষক মার্টিনেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম