Logo
Logo
×

খেলা

ঢাকা ক্লাবে ফুটসাল

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ঢাকা ক্লাবে ফুটসাল

ঢাকা ক্লাবে শুরু হয়েছে ফাইভ-এ-সাইড ফুটসাল টুর্নামেন্ট। শুক্রবার উদ্বোধন করেন ঢাকা ক্লাবের সভাপতি শামীম হোসেন। এ সময় সাবেক তারকা ফুটবলার আবদুল গাফফার, শেখ আসলাম ও আশরাফউদ্দিন আহমেদ চুন্নু উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শামীম হোসেন বলেন, ‘সদস্যদের জন্য আনন্দের এই আয়োজন। আশা করি, সুন্দর হবে। শুভকামনা জানাই।’ আশরাফউদ্দিন আহমেদ চুন্নু খুশি এই আয়োজনে। তার কথায়, ‘ভালো লাগছে এখানে আসতে পেরে। ফুটবল হোক বা ফুটসাল সবই প্রাণের খেলা।’ ঢাকা ক্লাব লিমিটেডের ১১৪তম বার্ষিকীতে স্পোর্টস জোনে শুরু হওয়া দুদিনের টুর্নামেন্টের ফাইনাল আজ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম