|
ফলো করুন |
|
|---|---|
প্রীতি ম্যাচে নেপালের বিপক্ষে আজ (বৃহস্পতিবার) মাঠে নেমেছে বাংলাদেশ। যেখানে এক গোল হজম করে প্রথমার্ধ শেষ করল জামাল-হামজারা।
৩২তম মিনিটে নেপাল ম্যাচে প্রথম গোলটি পায়। বাঁ দিক থেকে আক্রমণ শুরু করে তারা। বাংলাদেশের ডিফেন্ডার সাদ উদ্দিন নেপালি ফরোয়ার্ডকে সঠিকভাবে মার্ক করতে ব্যর্থ হন। নেপালি খেলোয়াড়ের কাটব্যাক সোহেল রানা ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি। সুযোগটি কাজে লাগিয়ে রোহিত চাঁদ জোরালো শটে বল জালে পাঠান, যাতে বাংলাদেশের রক্ষণভাগ ও গোলরক্ষক কেউই বাধা দিতে পারেননি।
এর আগেও ৮ মিনিটে সাদের ভুলে বল নেপালি খেলোয়াড়ের পায়ে চলে গিয়েছিল, যদিও পরে তিনি নিজেই বিপদ সামাল দেন।
প্রায় দুই সপ্তাহের প্রস্তুতি ও হোম ম্যাচের সুবিধা নিয়েও প্রথমার্ধে বাংলাদেশ আশানুরূপ খেলতে পারেনি। বল দখলে এগিয়ে থাকলেও আক্রমণে ছিল না পরিকল্পনা ও সমন্বয়। ফরোয়ার্ড রাকিব ও ফয়সাল আহমেদ ফাহিম গোলের সুযোগ পেয়েও সঠিকভাবে ফিনিশিং করতে পারেননি।
বাংলাদেশ দুই প্রান্ত থেকে দুটি কর্নার পেলেও তা কাজে লাগাতে পারেনি। ২৬ মিনিটে সবচেয়ে সহজ সুযোগটি নষ্ট হয়, যখন নেপালের এক ডিফেন্ডার হেডে বল ক্লিয়ার করতে ব্যর্থ হন। রাকিব ও ফাহিম দুজনই বলের কাছাকাছি থাকলেও নিয়ন্ত্রণে আনতে না পারায় ফাহিম শট নিতে পারেননি।
