Logo
Logo
×

ফুটবল

লজ্জার রেকর্ডে রদ্রিগোর নাম

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৯ পিএম

লজ্জার রেকর্ডে রদ্রিগোর নাম

ইউরোপের শীর্ষ ক্লাব রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড রদ্রিগো গোয়েস দীর্ঘ সময় ধরে গোলের দেখা পাচ্ছেন না। মাদ্রিদের জার্সিতে তার শেষ গোলটি হয়েছে প্রায় ৯ মাস আগে, গত চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে। এরপর তিনি ৩০টি ম্যাচ খেললেও এখন পর্যন্ত গোলের দেখা পান নি।

গত রোববার লা লিগায় জিরোনার বিপক্ষে ৭২ মিনিটে বদলি হিসেবে মাঠে নামলেও রদ্রিগো গোল করতে পারেননি। এর ফলে তিনি রিয়ালের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ গোলহীন থাকার রেকর্ডে, তার সতীর্থ মারিয়ানো দিয়াজের সঙ্গে যুক্ত হলেন। ৩০টি ম্যাচের মধ্যে ১৩টিতে তিনি শুরু থেকেই খেলেছেন, বাকি ১৭টিতে বদলি হিসেবে। এই সময়ে ক্লাবের জন্য তার অবদান মাত্র ৩টি অ্যাসিস্ট।

তবুও রিয়াল কোচ আলোনসো তার উপর ভরসা রাখছেন, কিন্তু গোল না থাকলে হয়তো তাকে শিগগিরই ক্লাব ছাড়তে হতে পারে। রিয়ালের জার্সিতে রদ্রিগো মোট ২৮৫ ম্যাচে ৬৮টি গোল করেছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম