|
ফলো করুন |
|
|---|---|
খেলা শুরু হতে তখনও বেশ কিছুক্ষণ বাকি। দুই দলের কেউই এখনও মাঠে প্রবেশ করেনি। ঠিক সেই সময়ই অবিশ্বাস্য ঘটনা—মাঠে ঢোকার টানেলেই লাল কার্ড দেখানো হলো এক ফুটবলারকে! ভারতের শীর্ষ পর্যায়ের ফুটবলে এমন নজিরবিহীন ঘটনা দেখা গেল।
বৃহস্পতিবার সুপার কাপের সেমিফাইনালে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে নামার কথা ছিল এফসি গোয়ার। কিন্তু ম্যাচ শুরুর আগেই টানেলে দাঁড়ানো অবস্থায় এফসি গোয়ার অধিনায়ক ইকার গুয়্যারোক্সেনাকে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়।
টানেলে দুই দল অপেক্ষা করছিল, ঠিক তখনই দেখা যায় রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে পড়েছেন গুয়্যারোক্সেনা। রেফারি হঠাৎই তাকে লাল কার্ড দেখিয়ে সরে যেতে নির্দেশ দেন।
সূত্র জানিয়েছে, পুরো ঘটনার কারণ ছিল গুয়্যারোক্সেনার ভেতরের পোশাক। তিনি জার্সির নিচে যে টি-শার্ট পরেছিলেন, তার রং প্রতিপক্ষ দলের জার্সির রঙের সঙ্গে মিল ছিল, যা নিয়মবিরুদ্ধ। রেফারি সেটি বদলে নিতে বলেন, কিন্তু গুয়্যারোক্সেনা তা মানতে রাজি হননি। এরপরই কথা কাটাকাটি বাড়তে থাকে এবং শেষ পর্যন্ত তিনি সরাসরি লাল কার্ড পান।
ম্যাচ শেষে গোয়ার কোচ মানোলো মার্কেজ বলেন, রেফারির সিদ্ধান্তে তিনি হতবাক। তিনি ভেবেছিলেন বিষয়টি সেখানেই মিটে যাবে। পরে মাঠে নেমে জানতে পারেন, অধিনায়ককে লাল কার্ড দেখানো হয়েছে এবং তিনি ফাইনালে খেলতে পারবেন না। এক খেলোয়াড়ও জানিয়েছেন, এমন ঘটনা তিনি কখনো দেখেননি।
তবে নিয়ম অনুযায়ী, ম্যাচ শুরুর পূর্বে কেউ লাল কার্ড পেলে তার পরিবর্তে নতুন খেলোয়াড়কে নামানোর সুযোগ থাকে। তাই গুয়্যারোক্সেনার বদলে মাঠে নামেন স্প্যানিশ ফরোয়ার্ড জেভিয়ের সিভেরিও।
অবশেষে গোয়া ২-১ গোলের ব্যবধানে জয় পেয়ে ফাইনালে পৌঁছেছে। রোববার তাদের প্রতিপক্ষ ইস্টবেঙ্গল, যারা প্রথম সেমিফাইনালে পাঞ্জাবকে ৩-১ গোলে হারিয়েছে।

