Logo
Logo
×

ফুটবল

তোরেসের হ্যাটট্রিকে বার্সেলোনার দারুণ জয়

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:৫৪ এএম

তোরেসের হ্যাটট্রিকে বার্সেলোনার দারুণ জয়

মোট শট সংখ্যার হিসেবে কাগজে-কলমে এগিয়ে থাকলেও বার্সেলোনার দারুণ পারফরম্যান্সের কাছে অবশেষে পরাজয় মেনেই নিতে হলো রিয়াল বেতিসকে। লা লিগার ম্যাচে শনিবার রাতে বেতিসের বিপক্ষে ৫-৩ গোলের রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে বার্সা।

দুর্দান্ত এই জয়ের রাতে নিজের সেরা ফর্মেই যেন ছিলেন স্প্যানিশ ফরোয়ার্ড ফেরান তোরেস। ম্যাচের প্রথমার্ধেই নিজের হ্যাটট্রিক পূরণ করেন তিনি।

এদিন ম্যাচের শুরুতেই গোল হজম করে বসে বার্সেলোনা। ৬ মিনিটেই বার্সার জালে বল জড়ান এন্তোনি। তবে শুরুর ধাক্কা সামলে উঠে ১১ মিনিটেই দলকে সমতা এনে দেন তোরেস। ঠিক তার দুই মিনিট পরে আবারও বেতিসের রক্ষণভাগে আঘাত হানেন তোরেস।

৩১ মিনিটে দলের হয়ে ব্যবধান বাড়ান রুনি বার্ডঘজি। ৪০ মিনিটে দলের হয়ে চতুর্থ গোল এবং নিজের হ্যাটট্রিক পূরণ করেন ফেরান তোরেস। ৪-১ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বার্সা।

বিরতি থেকে ফিরে আক্রমণের ধার মজবুত করে রিয়াল বেতিস। একের পর এক আক্রমণ চালালেও কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না তারা। উল্টো বার্সার হয়ে পেনাল্টি স্পট থেকে পঞ্চম গোলটি আদায় করেন দলের স্টারবয় লামিনে ইয়ামাল।

চার গোলে পিছিয়ে যেয়ে ম্যাচে ফেরার আশা প্রায় শেষ হয়ে যায় বেতিসের। তাও খেলোয়াড়দের একাধিক আক্রমণে বার্সার রক্ষণভাগে ফাটল ধরাতে সক্ষম হয় তারা। ৮৫ মিনিটে ডিয়েগো লরেন্তে এবং ৯০ মিনিটে সফল পেনাল্টি কিক থেকে গোল করেন কুচো হার্নান্দেজ।

তবে নিজেদের সর্বোচ্চ চেষ্টা করেও তিন গোলের বেশি দিতে পারেনি রিয়াল বেতিস। ফলে ৫-৩ গোলের দারুণ জয় নিয়েই মাঠ ছাড়ে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।

এই জয়ের পর লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষেই থাকল বার্সেলোনা। ১৬ ম্যাচে ১৩ জয়ের সঙ্গে ৪০ পয়েন্ট তাদের। টেবিলের দুইয়ে থাকা বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৩৬, যদিও তারা এক ম্যাচ কম খেলেছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম