Logo
Logo
×

ফুটবল

ম্যানসিটির বিপক্ষে নিজেদের সেরাটাই দেখাতে চায় রিয়াল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৫ পিএম

ম্যানসিটির বিপক্ষে নিজেদের সেরাটাই দেখাতে চায় রিয়াল

সান্তিয়াগো বার্নাব্যুতে গেল রাতে রিয়াল মাদ্রিদ কঠিন একটি রাত পার করেছে। চোট এবং দুটি লাল কার্ড সহ সেল্টা ভিগোর কাছে ২-০ গোলে হেরেছে তারা। ঘরের মাঠে এটি তাদের জন্য বড় ধাক্কাই বলা যায়। আগামী বুধবার ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচের আগে এই পরাজয় দলের মনোবলে নেতিবাচক প্রভাব ফেলেছে। তবে তারা এই ম্যাচের পর শক্তিশালী হয়ে ফিরবে বলে আশা করছেন।

লা লিগার এই মৌসুমে রিয়ালের দ্বিতীয় হার হলেও কোচ জাভি আলোনসো রেফারির পারফরম্যান্স নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ম্যানচেস্টার সিটির বিপক্ষে তারা এই হতাশার প্রতিক্রিয়া দেখাবেন।

এই ম্যাচে সেল্টা ভিগোর উইলিয়ট সুডেবার্গ দুইটি গোল করেন। তার আগে, প্রথমার্ধে রিয়ালের সেন্টার ব্যাক এডার মিলিতাও ইনজুরিতে মাঠ ছাড়েন। এরপর ফ্রান গার্সিয়া ও আলভারো কারেরাস লাল কার্ড পান। এই পরাজয়ে শীর্ষস্থানীয় বার্সেলোনার সঙ্গে রিয়ালের পয়েন্ট ব্যবধান চার পয়েন্টে পৌঁছে গেছে।

রিয়ালের কোচ জাভি আলোনসো বললেন, ‘আমরা খুব ক্ষুব্ধ। এমন একটি ম্যাচ এবং ফল আমরা চাইনি। মিলিতাওয়ের ইনজুরি আমাদের জন্য বড় ক্ষতি, এটা মেনে নেওয়া কঠিন’

তিনি আরও বলেন, ‘এই খেলা আমরা চাননি, তবে আমরা এই পরিস্থিতি কাটিয়ে উঠতে চাই। লিগে এখনও অনেক ম্যাচ বাকি, আমাদের দ্রুত এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে। বুধবার চ্যাম্পিয়নস লিগে ম্যানসিটির বিপক্ষে আমরা আমাদের প্রতিক্রিয়া দেখাতে হবে।’

রেফারির পারফরম্যান্স নিয়ে আলোনসো বলেছেন, ‘দ্বিতীয়ার্ধে গার্সিয়াকে দুই মিনিটের মধ্যে দুটি হলুদ কার্ড দেওয়া হয়েছিল, যা খুব বিতর্কিত। কারেরাসের লাল কার্ড নিয়েও আমি নিশ্চিত নই, রেফারি খুব তাড়াতাড়ি কার্ড দেখিয়েছিলেন, যা আমার কাছে ভালো লাগেনি।’

রিয়ালের সাবেক তারকা কোচ খেলোয়াড়দের দোষারোপ করছেন না। তিনি বলেছেন, ‘এটি সবার দায়, শুধু খেলোয়াড়দের নয়, কোচেরও। আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিন পয়েন্ট হারানোর কষ্ট হচ্ছে, কিন্তু এখনও অনেক পথ বাকি।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম