Logo
Logo
×

ফুটবল

১৫ বছরের ‘বিস্ময়বালক’কে দলে নিচ্ছে লিভারপুল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ০৪:০৬ পিএম

১৫ বছরের ‘বিস্ময়বালক’কে দলে নিচ্ছে লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুল সেল্টিকের প্রতিশ্রুতিশীল ১৫ বছর বয়সী ডিফেন্ডার দারা জিকিয়েমিকে দলে টান আগ্রহী, এমনটাই জানিয়েছে গোল ডটকম। নটিংহাম ফরেস্টসহ অন্যান্য ইংলিশ ক্লাবও তাকে দলে ভেড়াতে চাইলেও শেষ পর্যন্ত আর্নে স্লটের লিভারপুলই এগিয়ে আছে।

চলতি মৌসুমে লিভারপুলের রক্ষণভাগ আছে বেশ নড়বড়ে অবস্থায়। বিশেষ করে ইব্রাহিম কোনাতের অনিয়মিত পারফরম্যান্সে ক্লাবটি হতাশ। তাই দীর্ঘমেয়াদে সেন্টার-ব্যাক পজিশন শক্তিশালী করতে জিকিয়েমিকে লক্ষ্যবস্তু করেছে তারা। এর আগে নিজেদের একাডেমির মিডফিল্ডার কেলাম মসকে ম্যানচেস্টার সিটির কাছে হারাতে লিভারপুল এখন আরও সতর্ক।

স্কটল্যান্ড অনূর্ধ্ব-১৫ দলের অধিনায়ক জিকিয়েমিকে দেশের অন্যতম সেরা তরুণ ডিফেন্ডার ধরা হয়। তার নেতৃত্ব দক্ষতা, শান্ত স্বভাব এবং রক্ষণভাগে দৃঢ়তা ইতোমধ্যে প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর নজর কাড়েছে। সেল্টিকের অনূর্ধ্ব-১৮ দলে নিয়মিত ভালো খেলায়ও তিনি পরিচিতি পেয়েছেন।

জিকিয়েমি ১৬ বছরে পা রাখলেই ২০২৬ সালের শুরুতে লিভারপুল তার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করতে পারবে। সে ক্ষেত্রে সেল্টিক ক্ষতিপূরণ পাবে, তবে পূর্ণাঙ্গ ট্রান্সফার ফি নয়।

এ মৌসুমে নিজেদের ছন্দ হারানো লিভারপুল এখন ভবিষ্যৎ দল গঠনে মনোযোগী। আর জিকিয়েমিকে দলে টানাকে সেই বড় পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম