মেসির স্মৃতিবিজড়িত সেই স্টেডিয়ামেই ২০২৬ ফিনালিসিমা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ১২:১৩ পিএম
ছবি- উয়েফা
|
ফলো করুন |
|
|---|---|
২০২২ বিশ্বকাপের অবিস্মরণীয় ফাইনালে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। লুসাইল আইকনিক স্টেডিয়ামে হয়েছিল সেই ম্যাচ। ৩ বছর পর আবার সেই লুসাইলে পা রাখবেন মেসি। আগামী মার্চে ফিনালিসিমার মঞ্চে মেসির আর্জেন্টিনার বিপক্ষে খেলবে লামিন ইয়ামালের স্পেন।
২০২৪ ইউরোর চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন। একই সময়ে কোপা আমেরিকা জিতেছিল আর্জেন্টিনা। সেই দুই চ্যাম্পিয়নকে নিয়ে হবে এবারের ফিনালিসিমা। ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।
এই ম্যাচটি দুই মহাদেশের চ্যাম্পিয়নদের লড়াই। উয়েফা ও দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল ২০২১ সালে এই আয়োজন আবার চালু করে। তখন তারা দুই বছর পরপর বিশ্বকাপের পরিকল্পনার বিরোধিতা করেছিল।
২০২২ সালের ফিনালিসিমায় আর্জেন্টিনা ইতালিকে ৩-০ গোলে হারিয়েছিল। সেই ম্যাচের নায়ক ছিলেন লিওনেল মেসি। এবারও আর্জেন্টিনা ফিরছে ফিনালিসিমায়। এবার ২০২২ বিশ্বকাপ ফাইনালের ভেন্যু লুসাইল স্টেডিয়ামেই হবে ম্যাচটি।
ম্যাচটি হবে ২০২৬ সালের ২৭ মার্চ। স্থানীয় সময় রাত ৯টায় খেলা শুরু হবে। বাংলাদেশ সময় রাত ১২টায় হবে ম্যাচটি।
স্পেন ও আর্জেন্টিনা এখন পর্যন্ত ১৪ বার মুখোমুখি হয়েছে। দুই দলই ছয়টি করে ম্যাচ জিতেছে। তবে সবশেষ লড়াইয়ে ২০১৮ সালের মার্চে আর্জেন্টিনা ৬-১ গোলে হেরেছিল স্পেনের কাছে, সে ম্যাচে খেলেননি মেসি। তারও আগে তার ক্যারিয়ারে ৩ বার স্পেনের মুখোমুখি হয়েছেন মেসি, ১ জয়ের বিপরীতে হার আছে ২টি।
