Logo
Logo
×

খেলা

কুমিল্লায় হোঁচট আবাহনীর মুন্সীগঞ্জে জয়ী রহমতগঞ্জ

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কুমিল্লায় হোঁচট আবাহনীর মুন্সীগঞ্জে জয়ী রহমতগঞ্জ

প্রিমিয়ার ফুটবল লিগে আবারও পয়েন্ট খোয়াল ঢাকা আবাহনী। শুক্রবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আবাহনীকে ২-২ গোলে রুখে দিয়েছে পিডব্লুডি। ম্যাচের ১০ মিনিটে মোহাম্মদ স্বাধীনের গোলে এগিয়ে যায় জয়ী দল। তবে ৫৩ মিনিটে আল আমিন ও ৭৮ মিনিটে শেখ মোরসালিনের দুই গোলে ২-১ ব্যবধানে লিড নেয় আবাহনী। কিন্তু শেষ সময়ে পিডব্লুডির আবু সৈয়দের গোলে জয় হাতছাড়া হয় মোরসালিনদের। ২-২ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল। এই ড্রয়ে সাত ম্যাচে নয় পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ঢাকা আবাহনী। সমান ম্যাচে সাত পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে পিডব্লুডি।

মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের অপর ম্যাচে ব্রাদার্সকে ৩-২ গোলে হারিয়েছে রহমতগঞ্জ। জয়ী দলের সলোমন কিংস দুটি ও আদু ক্লেমেট একটি গোল করেন। গোপীবাগের হয়ে দিদিয়ের ব্রোসো ও মার্কোস সিলভা একটি করে গোল করেন। এই জয়ে সাত ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রহতমগঞ্জ। সাত পয়েন্ট নিয়ে অষ্টমে সমান ম্যাচ খেলা ব্রাদার্স।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম