Logo
Logo
×

ফুটবল

ফুটবলে ফিরছেন বহু ‘সমালোচিত’ ব্রাজিলিয়ান তারকা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ০১:২২ পিএম

ফুটবলে ফিরছেন বহু ‘সমালোচিত’ ব্রাজিলিয়ান তারকা

ব্রাজিলিয়ান তারকা ডিফেন্ডার দানি আলভেস। সংগৃহীত ছবি

এক সময় বিশ্ব ফুটবলে সর্বাধিক ট্রফি জয়ের রেকর্ড ছিল ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেসের দখলে। ক্যারিয়ারে ৪৩টি শিরোপা জেতা এই তারকার জীবন ও পেশাগত পথ ২০২৩ সালে বড় ধাক্কা খায়। এক নারীকে যৌন হেনস্থার অভিযোগে তিনি মুহূর্তের মধ্যেই সফল ফুটবলার থেকে কারাবন্দি আসামিতে পরিণত হন। প্রায় এক বছরের বেশি সময় কারাভোগের পর জামিনে মুক্তি পেয়ে সম্প্রতি ওই মামলায় খালাস পেয়েছেন আলভেস।

ফুটবলের প্রতি ভালোবাসা এখনও অটুট থাকায় আবারও মাঠে ফেরার পরিকল্পনা করছেন ৪২ বছর বয়সী এই তারকা। তবে কোনো ক্লাব তাকে দলে নিতে আগ্রহ না দেখানোয় ভিন্ন পথ বেছে নিয়েছেন তিনি—নিজেই একটি ফুটবল ক্লাব কেনার সিদ্ধান্ত নিয়েছেন।

২০২২ সালের ডিসেম্বরে একটি পার্টিতে ওই ঘটনার অভিযোগ ওঠার পর জামিনে মুক্ত হলেও আলভেসকে দলে নিতে রাজি হয়নি কোনো দল। ফলে খেলায় ফেরার সুযোগ তৈরি করতে তিনি পর্তুগালের একটি ক্লাবের মালিকানা নেওয়ার পথে এগোচ্ছেন।

পর্তুগিজ গণমাধ্যমের খবর অনুযায়ী, পর্তুগালের তৃতীয় বিভাগে খেলা সাও হোয়াও দে ভের ক্লাবের ৫০ শতাংশ মালিকানা নেওয়ার প্রক্রিয়া প্রায় শেষ করেছেন আলভেস। ক্লাব কেনার পাশাপাশি তিনি সেখানে ছয় মাসের জন্য খেলোয়াড় হিসেবেও চুক্তিবদ্ধ হবেন। এরপর অবসর নিয়ে বাকি ৫০ শতাংশ মালিকানা কিনে নেওয়ার পরিকল্পনা রয়েছে তার। বর্তমানে ওই দলে তিনজন ব্রাজিলিয়ান ফুটবলার আছেন, যাদের মধ্যে একজন সাবেক পালমেইরাস উইঙ্গার ওয়াশিংটন।

উল্লেখ্য, আলভেস সর্বশেষ ২০২৩ সালের জানুয়ারিতে মেক্সিকোর লিগা এমএক্সে পুমাসের হয়ে মাঠের খেলায় নামেন। যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতারের পরই তার সঙ্গে চুক্তি বাতিল করে ক্লাবটি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম