Logo
Logo
×

খেলা

নতুন কিট স্পন্সর

এবার ‘দৌড়াবে’ বাংলাদেশের ফুটবল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১০ পিএম

এবার ‘দৌড়াবে’ বাংলাদেশের ফুটবল

ছবি: সৌজন্য

কিট স্পন্সর যুগে প্রবেশ করেছে বাংলাদেশের ফুটবল। দেশীয় স্পোর্টস ব্র্যান্ড দৌড়ের সঙ্গে দুই বছরের চুক্তি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বাফুফে ভবনে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তি স্বাক্ষর করেন দৌড়ের স্বত্বাধিকারী আবিদ আলম চৌধুরী এবং বাফুফের সহসভাপতি এবং মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম । এ সময় সেখানে উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এবং নির্বাহী কমিটির অন্য সদস্যরা।

দৌড়ের সঙ্গে কিট স্পন্সরশিপ চুক্তির বিষয়ে বাফুফের সহসভাপতি ফাহাদ করিম বলেন, ‘সভাপতি তাবিথ আউয়াল আমাকে আগেই নির্দেশনা দিয়েছিলেন কিট স্পন্সরের বিষয়ে। আমি সেই বিষয়ে কাজ শুরু করি। এর মধ্যে তিনি মেইড ইন বাংলাদেশ ব্রান্ডের প্রতি আগ্রহ প্রকাশ করে। এবং দৌড়ের প্রস্তাব আমাদের চাহিদার সঙ্গে মিলে যায়। ’

‘কোয়ালিটিতে আমরা কোনো কম্প্রোমাইজ করিনি। দৌড় আগে আমাদের স্যাম্পল দিয়েছে। আমরা সেটা দুই মাস পর্যবেক্ষণ করেছি। এরপর তাদের সঙ্গে কাজ করতে সম্মত হয়েছি’-যোগ করেন তিনি।

ফুটবল ফেডারেশনের সঙ্গে চুক্তি করে উচ্ছ্বসিত দৌড়ের স্বত্বাধিকারী আবিদ আলম চৌধুরী। তিনি বলেন, ‘২০২০ সালে আমি দৌড় শুরু করি। একা শুরু করেছিলাম, এখন আমাদের ৬০ জনের টিম। আমি চাইছিলাম নিজেদের লোকাল একটা স্পোর্টস ব্রান্ড বাংলাদেশ দলের স্পন্সর  হোক। ফাহাদ ভাইয়ের সঙ্গে বসার পর আমি খুব অনুপ্রাণিত। আমরা চেষ্টা করব সর্বোচ্চ কোয়ালিটিটা ধরে রাখতে।’

চুক্তি অনুষ্ঠানে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, ‘আমরা জার্সির ক্ষেত্রে আবহাওয়া, সেলাই, ধৌত সকল কিছু বিবেচনা করেই কিট স্পন্সর প্রতিষ্ঠান নির্বাচন করেছি। আমরা চাই বাংলাদেশের নাম বিশ্বে ছড়িয়ে পড়ুক। আমরা বাংলাদেশের ব্র্যান্ডের জার্সি পড়ে খেলি এটা অন্য দেশ ও ক্লাবগুলোকেও জানাব।’

Jamuna Electronics

Document
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম