Logo
Logo
×

খেলা

আরও দুই দেশ আইসিসিতে

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ০৭:৪০ এএম

আরও দুই দেশ আইসিসিতে

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সহযোগী সদস্যপদ পেয়েছে পূর্ব তিমুর ও জাম্বিয়া। রোববার সিঙ্গাপুরে অনুষ্ঠিত আইসিসির নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

আইসিসি জানিয়েছে, ‘নতুন দুটি দেশ নিয়ে আইসিসি পরিবারের সদস্য সংখ্যা হলো এখন ১১০টি।’ 

আইসিসির সহযোগী সদস্যদের টি-টোয়েন্টি মর্যাদা রয়েছে। তাদের খেলা টি-টোয়েন্টিগুলো আন্তর্জাতিক ম্যাচ হিসাবে গণ্য করা হয়। 

আইসিসি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এছাড়া গুরুমূর্তি পালানি (ফ্রান্স ক্রিকেট), অনুরাগ ভাটনগর (ক্রিকেট হংকং, চীন) এবং গুরদীপ ক্লেয়ার (ক্রিকেট কানাডা) আইসিসি প্রধান নির্বাহী কমিটিতে (সিইসি) সহযোগী সদস্য প্রতিনিধি হিসাবে নির্বাচিত হয়েছেন।’ 

আইসিসির বিদায়ি প্রধান নির্বাহী জিওফ অ্যালার্ডিস এবং বিদায়ি সিইসি সদস্য সুমোদ দামোদর (বতসোয়ানা ক্রিকেট অ্যাসোসিয়েশন), রাশপাল বাজওয়া (ক্রিকেট কানাডা) এবং উমাইর বাটকে (ক্রিকেট ডেনমার্ক) বিশ্বব্যাপী খেলাধুলায় অবদানের জন্য আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানানো হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম