Logo
Logo
×

খেলা

দুই মিনিটের জন্য বাফুফের ক্ষতি ২ লাখ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ০৪:৪৯ পিএম

দুই মিনিটের জন্য বাফুফের ক্ষতি ২ লাখ

গত ১০ জুন ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে দ্বিতীয়ার্ধ শুরু করতে ২ মিনিট দেড়ি করে বাংলাদেশ দল। 

১৭ জুলাই এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) শৃঙ্খলা ও নৈতিকতা কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে পর্যালোচনা শেষে, বাফুফেকে ১৫০০ ডলার তথা বাংলাদেশি টাকায় প্রায় দুই লাখ টাকা জরিমানা করে এএফসি।

এএফসি জানিয়েছে, নির্ধারিত সময়ের চেয়ে দুই মিনিট দেরি করে দ্বিতীয়ার্ধে মাঠে নামে বাংলাদেশ। খেলোয়াড় পরিবর্তনের সময় চতুর্থ রেফারির সঙ্গে দলের ম্যানেজার ও সহকারী কোচের ভুল বোঝাবুঝির কারণেই এই বিলম্ব হয়। পরে মূল রেফারি এসে বিষয়টির সমাধান করেন। 

শুধু বাংলাদেশ নয়, একই কারণে শাস্তি পেয়েছে পাকিস্তান ও মিয়ানমার ফুটবল সংস্থাও।

জরিমানার পাশাপাশি বাফুফেকে সতর্ক করেছে এএফসি। ভবিষ্যতে এমন ঘটনা পুনরাবৃত্তি হলে আরও কঠোর শাস্তি দেওয়া হবে বলেও জানিয়েছে এএফসি। 

সেই ম্যাচে বাংলাদেশ ফুটবল দল সিঙ্গাপুরের বিপক্ষে ২-১ গোলে হেরে যায়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম