Logo
Logo
×

খেলা

কিংস ছেড়ে পুলিশের কোচ আসিফুজ্জামান

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১১:০১ এএম

কিংস ছেড়ে পুলিশের কোচ আসিফুজ্জামান

কিংসের সহকারী কোচ এসএম আসিফুজ্জামান হলেন পুলিশ ফুটবল ক্লাবের প্রধান কোচ। সংগৃহীত ছবি

কিংসের সহকারী কোচ এসএম আসিফুজ্জামান হলেন পুলিশ ফুটবল ক্লাবের প্রধান কোচ। সম্প্রতি এক অনুষ্ঠানে পুলিশ ফুটবল ক্লাবের সভাপতি ও ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী কোচের হাতে চুক্তিপত্র তুলে দেন।

আসিফুজ্জামান এর আগে কিংস এবং জাতীয় ফুটবল দলের সহকারী কোচ ছিলেন। এছাড়া ২০১৮-২০১৯ মৌসুমে পুলিশ ফুটবল ক্লাবের কোচ ছিলেন তিনি। তার প্রশিক্ষণে ক্লাবটি বাংলাদেশ চ্যাম্পিয়ন্স লিগ জিতে প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা অর্জন করে।

এএফসি প্রো-লাইসেন্সধারী এই কোচের বিভিন্ন ক্লাবে কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে।

ক্লাবের সভাপতি ও ডিএমপি কমিশনার আশা প্রকাশ করেন, ‘নতুন কোচের নেতৃত্বে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব বাংলাদেশ প্রিমিয়ার লিগসহ বিভিন্ন টুর্নামেন্টে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করবে।’ 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম